রুদ্রবার্তা রিপোর্ট : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ২৪নং ওয়ার্ডে ঝুড়ি প্রতীক নিয়ে গতকাল ৩রা জানুয়ারি বক্তারকান্দী, আমিরাবাদ, নোয়াদ্দা এলাকায় প্রচারণা চালিয়ে যাচ্ছেন ২৪নং ওয়ার্ড এর জনপ্রিয় কাউন্সিলর পদপ্রার্থী আলহাজ্ব মোহাম্মদ খোকন ভেন্ডার। উক্ত এলাকার বিভিন্ন নারী-পুরুষ সতঃস্ফুর্ত ভাবে ঝুড়ি মার্কাকে সমর্থন করেছেন।
গতকাল ৩রা জানুয়ারি সোমবার ২৪নং ওয়ার্ডের এই সমস্ত এলাকায় গণসংযোগে বের হলে ব্যাপক সারা পান তিনি। এই সময় ভোটারদের হাতে হাতে ঝুড়ি মার্কার লিফলেট বিতরণ করেন ও ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন। উল্লেখ্য এর আগে নিজ এলাকা ইসলামবাগ, নোয়াদ্দা,কাইতাখালী,রওশনবাগ,অলিম্পিয়া হাউজিং, নবীগঞ্জ বাজার সহ ২৪ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ চালিয়েছেন। তাতেও তিনি ব্যাপক সাড়া পেয়েছেন।
আলহাজ্ব মোহাম্মদ খোকন ভেন্ডার এর সমর্থনে ২৪নং ওয়ার্ড এলাকার মুরুব্বিরা গণসংযোগে অংশ গ্রহণ করেন। পায়ে হেটে এই প্রচারণা ও গণ সংযোগে এলাকার নানা শ্রেণী পেশার সর্ব স্তরের শতশত নারী-পুরুষ, তরুনদের সতঃস্ফুর্ত সমাগম লক্ষ করা যায়।
২৪নং ওয়ার্ড কাউন্সিলর পদে যেসব প্রার্থী রয়েছেন তাঁদের মধ্যে আলহাজ্ব মোহাম্মদ খোকন ভেন্ডার সবচেয়ে এগিয়ে রয়েছেন। এগিয়ে থাকার কারণ হিসেবে তার আচার আচরণ, সৎ চরিত্র, মাদকমুক্ত সমাজগড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন এলাকাবাসী। তার মধ্যে নিরপক্ষতা ও যেকোনো মানুষের বিপদে-আপদে পাশে থাকেন। এটাই তার মূল কারণ বলে জানান ভোটাররা। এলাকার বেশীর ভাগ ভোটাররা মনে করেন আলহাজ্ব মোহাম্মদ খোকন ভেন্ডারের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আমরা আশা করছি তিনি ঝুড়ি মার্কায় বিপুল ভোটে বিজয়ী হবেন।
সে বিষয়ে তাঁর কাছ থেকে জানতে চাইলে তিনি বলেন, শতবাধাঁ বিপত্তি হুমকি স্বত্বেও আমি সাধারণ মানুষের মনোনীত প্রার্থী । তারা আমাকে বেছে নিয়েছে এবং ঝুড়ি মার্কার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আমি জয়ী হলে ২৪নং ওয়ার্ডকে মাদক, সন্ত্রাসমুক্তসহ ও ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একটি আধুনিক ডিজিটাল ওয়ার্ডে পরিণত করবো ইনশাআল্লাহ। জনসাধারণের উদ্দেশ্যে খোকন ভেন্ডার বলেন, আমি নির্বাচনে এসেছি ২৪নং ওয়ার্ডবাসীর সেবা করার জন্য। আমি আজীবন আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করে যেতে চাই। একটিবার আপনারা আমাকে সুযোগ দিন। সুযোগ পেলে আমি এই ওয়ার্ডকে ডিজিটাল রুপে সাজাবো। এই দিকে একটি কুচক্রী মহল তার কর্মকাণ্ডে ঈর্ষান্বিত হয়ে অপপ্রচারে লিপ্ত হয়েছে। এবং বিভিন্ন প্রকার হুমকি ধমকি দিচ্ছে। খোকন ভেন্ডার বলেন, যত হুমকি-ধমকি আসুক কারও রক্তচক্ষুকে আমি ভয় পাই না। জনগন আমার পক্ষে আছে।