নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেছেন, মনে প্রানে আমাদের জয়ীতা হতে হবে। নারীবাদি হলে সে জয়ীতা এমনটি নয়। অনেক নারীবাদি আছে যে স্বার্থের মধ্যে থাকে আবার অনেক পুরুষ বাদী আছে সেও স্বার্থের মধ্যে থাকে। আমাদের এগুলো থেকে বের হতে হবে। নতুন প্রজন্মকে বেগম রোকেয়া ও বঙ্গমাতা সর্ম্পকে জানাতে হবে। প্রধানমন্ত্রী যেভাবে সামাল দিচ্ছেন সেভাবে আপনাদের জন্যও সম্ভব। আমাদের সাংস্কৃতি, সামাজিকতা এগুলো মেনে নিয়ে আমরা যেনো মনে প্রানে একজন দক্ষ শিক্ষিত মা হতে পারি। সেটি যদি হতে পারি নারায়ণগঞ্জ হবে নারী জাগরণ, নারী এগিয়ে যাওয়া, পুরুষ এগিয়ে দেওয়া বলি তার একটি মডেল জায়গা।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন উপলক্ষে আলোচনা সভা এবং জেলা পর্যায়ে জয়ীতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শামিম বেপারির সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার শফিউল আলম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক কামিজা ইয়াসমিন, বাংলাদেশ মহিলা সংঘ নারায়নগঞ্জ জেলার সভানেত্রী বীর মুক্তিযোদ্ধা ফরিদা আক্তার (কমান্ডার), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জেবউননেছাসহ প্রমুখ।
আলোচনা সভা শেষে নারায়নগঞ্জ জেলা প্রশাসক ৫ জন জয়ীতাকে সম্মাননা প্রদান করা হয়। শ্রেষ্ঠ ৫ জয়ীতারা হলেন: ইসমাত জাহান, জাকিয়া সুলতানা, লতুফা বেগম, চম্পা বেগম, সনু রাণী দাস।