৬ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০ টায় জশনে জুলুসে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মদনগঞ্জের ঐতিহাসিক বটতলা ওয়েলফেয়ার এসোসিয়েশন মাঠ হইতে র্যালী ও শোভাযাত্রা বের হয়ে নবীগঞ্জ কদম রসুল দরগাঁয় গিয়ে শেষ হয়।
জুলুস মিছিলে নেতৃত্ব দেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত’র সভাপতি ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী।
এসময় তিনি বলেন, রাসূলেপাক (সা:)কে এই দুনিয়ার বুকে প্রেরণ করা হয়েছে মানবতার মুক্তির দূত হিসেবে। প্রিয় নবী এই দুনিয়ার বুকে আইয়ামে জাহিলিয়াতের যুগে এসে সারাবিশ্বে শান্তি, ন্যায় ও সত্যকে প্রকাশ করেছেন এবং তার আদর্শকে কেয়ামত পর্যন্ত অনুকরণীয় হিসেবে প্রতিষ্ঠা করে গেছেন যা বিভিন্ন ধর্মের মানুষ পর্যন্ত স্বীকার করে।
অথচ এখন ইসলাম ধর্মের বিরুদ্ধে একের পর এক কটুক্তি করে ইসলামকে হেয় করাসহ বিশ্ব শান্তিকে বিনষ্ট করার যড়যন্ত্র চলছে। যাহারা করছে তাদের আর কোন ছাড় নয়। প্রয়োজনে কারবালার হাতিয়ার নিয়ে নামবো তবুও নবীর শাণে কোনো বেয়াদবী বরদাস্ত করবো না।
জুলুস উদ্বোধন করেন, বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বন্দর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এমএ রশিদ।
মদনগঞ্জ ঈদ এ মিলাদুন্নবী (সাঃ) উদযাপন কমিটির সভাপতি সাংবাদিক মোবারক হোসেন কমল’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল (বামাকা) নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি আলহাজ্ব ফয়েজ উদ্দিন আহমেদ লাভলু।
আরো উপস্থিত ছিলেন, সৈয়দ আলমগীর শাহ মোজাদ্দেদী, সৈয়দ জাহের শাহ মোজাদ্দেদী, সৈয়দ মাহমুদ শাহ মোজাদ্দেদী। মদনগঞ্জ ঈদে মিলাদুন্নবী (সাঃ) কমিটির সাধারণ সম্পাদক হাজী আসাবুদ্দিন আশু, সহ-সভাপতি নুরুল ইসলাম, কবির হোসেন, আল আমিন, যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান কমল, মাহবুবুর রহমান গেলমান, শরীফ হাসান, সাংগঠনিক সম্পাদক সোহেল খান, সুজন মাহমুদ, মদনগঞ্জ জশনে জুলুস উদযাপন কমিটি, ইসলামী ছাত্রসেনাসহ বিপুল সংখ্যক নবী প্রেমিক সুন্নী জনতা অংশগ্রহন করেন।