শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

ছাত্রদের গণ আন্দোলনে প্রধান শিক্ষকের পদত্যাগ

  • আপডেট সময় সোমবার, ১২ আগস্ট, ২০২৪, ৩.৫৫ এএম
  • ১৪ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় শেখ মোরতোজা আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ থেকে পদত্যাগ করেছেন জহিরুল হক। রবিবার সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনসহ গণ আন্দোলনে তিনি পদত্যাগ করেন। একই সঙ্গে এই স্কুল থেকে আলামিন হোসেন জীবন নামে আরো এক শিক্ষকও পদত্যাগ করেন।
সানারপাড় শেখ মোরতোজা আলী উচ্চ বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী ও অভিভাবকরা জানান, স্কুলটিতে অনৈতিক আর্থিক সুবিধায় ক্ষমতার চেয়ারে বসে দীর্ঘদিন ধরে একের পর এক অপরাধ, অনিয়ম,দূর্নীতি করে যাচ্ছেন জহিরুল হক। তার বিরুদ্ধে একাধিকবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে লিখিত ভাবে অভিযোগ দিয়েও কোন সুরাহা পাননি শিক্ষার্থী ও অভিভাবকরা। কোন এক অশুভ শক্তির ইশারায় দিনের পর দিন শিক্ষার নামে সাধারণ মানুষকে বোকা বানিয়ে নিজের আখের গুছিয়ে চলেছেন শেখ মোরতোজা আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হক।
শেখ মোরতোজা আলী উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষার্থী জানান, অনৈতিক কর্যকলাপ, শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে অসদাচরণ, ভর্তি, কোচিং বাণিজ্যসহ নানান অপকর্মের হোতা জহিরুল হক ক্ষমতার দাপট দেখিয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। তার রয়েছে বিলাশ বহুল একাধিক বাড়ি, গাড়ি, ফ্ল্যাট। একজন প্রধান শিক্ষক হয়ে মাসে যে টাকা বেতন পান তা দিয়ে কিভাবে তিনি অল্প সময়ে অঢেল সম্পদের মালিক বনে গেলেন দূর্নীতি দমন কমিশন (দুদক) তার সম্পদের হিসেব অনুসন্ধান করলেই বেরিয়ে আসবে আসল রহস্য।
নাম প্রকাশ না করা সত্তে¦ ওই বিদ্যালয়ের একজন শিক্ষক জানান, শিক্ষকদের তুচ্ছ তাচ্ছিল, অসাদচরণ করা প্রধান শিক্ষক জহিরুল হকের অভ্যাসে পরিণত হয়েছে। আওয়ামীলীগ নেতা হাজী কপিল উদ্দিন হত্যা মামলার আসামি ও বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির ভুয়া সভাপতি সামছুল আলমের প্রত্যক্ষ সহযোগীতায় তিনি দাপুটের সাথে অনিয়ম করে বেরাতেন। ফলে দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিদ্ধিরগঞ্জ ইউনিটের নেতৃবৃন্দ, শেখ মোরতোজা আলী উচ্চবিদ্যালয়ের পুরাতন শিক্ষার্থী ও এলাকাবাসীর গণ আন্দোলনে প্রধান শিক্ষকের পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন মাস্টার জহিরুল হক।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিদ্ধিরগঞ্জ ইউনিটের একজন নেতা জানান, শিক্ষা প্রতিষ্ঠান হবে অরাজনৈতিক। গণতান্ত্রিক উপায়ে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা কমিটি নির্বাচন করা হবে। কোন শিক্ষক অবৈধভাবে ক্ষমতার প্রভাব খাটিয়ে শিক্ষা প্রতিষ্ঠানকে কুলুষিত করবে সেটা আমরা মেনে নিব না। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এলাকাবাসীকে নিয়ে তীব্র প্রতিবাদ গড়ে তুলব। তিনি বলেন, আমরা বিশ্বাস করি সকল সীমা অতিক্রম করে আমাদের আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে শান্তি ফিরিয়ে আনতে সক্ষম হবো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort