সয়াবিন তেলের ক্রেতা সেজে গোপান অনুসন্ধান করে, বর্ধিত দামে তেল বিক্রি করার দায়ে এক প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান। এছাড়া খাসির মাংসের সাইনবোর্ড ঝুলিয়ে বকরির মাংস বিক্রি করার দায়ে এক মাংস বিক্রেতার কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার (১০ মে) সকাল সাড়ে ১০টায় শহরে দিগু বাবুর বাজারে ওই অভিযান পরিচালনা করা হয়। এ সময় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে আরও উপস্থিত ছিলেন, মার্কেটিং অফিসার, জেলা পুলিশ লাইন্সের সদস্যবৃন্দ।
মো. সেলিমুজ্জামান লাইভ নারায়ণগঞ্জকে জানান, আমাদের কাছে অভিযোগ ছিলো ‘তীর’ সয়াবিন তেল পুরাতন পণ্যের দাম ১৬০ টাকা। কিন্তু বিক্রেতারা সেই তেলের বোতল থেকে মূল্য ঘষে উঠিয়ে ২০০টাকা দরে বিক্রি করছে। এটা জনগণের সাথে প্রতারণা, রাষ্ট্রের সাথে প্রতারণা। যারা এই ধরণের কাজ করবে তাদের বিরুদ্ধে আমরা কঠোর হবো।
তিনি জানান, এই প্রেক্ষিতে আজ সকালে ছদ্মবেশে ক্রেতা হয়ে প্রথমে বাজার যাচাই করি। পরে অভিযোগের সত্যতা পেয়ে ৭নং দিগুবাবুর বাজারের ‘নেপাল স্টোর’ প্রতিষ্ঠানকে তেল বেশী দামে বিক্রি করার দায়ে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
তিনি আরও জানান, আমাদের আজকের অভিযানে তেলের বাজারের পাশাপাশি মাংসের বাজারেও অভিযান পরিচালনা করা হয়েছে। ৭নং দিগুবাবুর বাজারের মাংসপট্টিতে ‘মাটন মিট হাউজ’ প্রতিষ্ঠানে খাসির মাংসের সাইনবোর্ড ঝুলিয়ে বকরির মাংস বিক্রি করে ভোক্তাকে ঠকানোর দ্বায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সেলিমুজ্জামান বলেন, ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে, জেলা প্রশাসক মহোদয় থেকে আমাদের করাকরি নির্দেশনা দেয়া আছে। যেখানেই এই ধরনের প্রতারণা হবে আপনারা আমাদেরকে জানাবেন। আমরা সাথে সাথে অ্যাকশন নিবো। যদি কোন পাইকারি বিক্রেতা খুচরা বিক্রেতার কাছেও প্রতারণা মূলক আচরণ করে, তাহলে আমরা তাদের বিরুদ্ধেও অবস্থান নিবো।