বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারি সমিতি কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত আগামী বাজেটে গনকর্মচারিদের বেতন বৈষম্য নিরসনসহ ১০ দফার দাবীতে সংবাদ সম্মেলন করেছেন।
শনিবার (২৮ মে) বিকাল ৩টায় জাতীয় প্রেস ক্লাবে ওই সংবাদ সম্মেলন করে তারা। এ সময় নারায়ণগঞ্জ জেলা শাখা বাচসকস থেকে জেলা সভাপতি সাউদ নূর এ শফিউল কাদের (স্বাস্থ্য) ও সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন (বিচার বিভাগ) এর নেতৃত্বে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলন যোগদান করেন।
দশ দফায় ছিলো, ১. নবম জাতীয় বেতন কমিশন গঠন করে বেতন বৈষম্য দূরীকরণার্থে ১.৫ হারে বেতন স্কেল সর্বনিম্ন ২৫ হাজার ২০০ টাকা নির্ধারণ করতে হবে। ২. দ্রব্য মূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে বর্তমান বাজার দরের সাথে সঙ্গতি রেখে ৪০% মহার্ঘভাতা প্রদান করতে হবে। ৩. আউটসোর্সিং নিয়োগ প্রথা বাতিল করতে হবে। আউটসোর্সিং এ নিয়োগকৃত জনবল, উন্নয়নখাতের জনবল, দৈনিক মুজুরি ভিত্তিক জনবল ও শিক্ষাখাতের মাষ্টার রোল নিয়োগকৃত জনবল রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে। ৪. বাড়ি ভাড়া ৮০%, চিকিৎসা ভাতা ৩ হাজার ৫০০ টাকা, শিক্ষা ভাতা ২ হাজার টাকা, যাতায়াত ভাড়া দেড় হাজার টাকা, টিফিন ভাতা ৫০০ টাকা এবং ধোলাই ভাতা ৫০০ টাকা নির্ধারণ করতে হবে। ৫. পুলিশের ন্যায় রেশন প্রদান করতে হবে। নার্সদের ন্যায় পোষাকের টাকা বেতনের সাথে প্রদান করতে হবে। ৬. সচিবালয়ের ন্যায় পদ পদবি পরিবর্তন ও শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন সকল কর্মচারীদের ৫০% পদোন্নতি প্রদান করতে হবে। ৭. নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ রেলওয়ের ন্যায় ৪০% পোষ্য কোটা সংরক্ষণ রাখতে হবে।