মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০১:২৩ পূর্বাহ্ন

গ্যাস সংকট নিরসন, ভাঙ্গা রাস্তা মেরামত ও ড্রেন নির্মানের দাবিতে মানববন্ধন

  • আপডেট সময় সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২, ৩.৩৪ এএম
  • ১৩৮ বার পড়া হয়েছে

বন্দরে গ্যাস সংকট নিরসন ও বিভিন্ন এলাকার ভাঙ্গা রাস্তা দ্রুত মেরামত এবং পয়ঃনিস্কাশনের জন্য ড্রেন নির্মানের দাবিতে বন্দর এলাকাবাসী ব্যানারে মানববন্ধন করেছে সাধারন জনগন।

রোববার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টায় বন্দর উপজেলা প্রধান রাস্তার সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তরা বলেন, বন্দর বাসী অনেক অবহেলিত। বন্দর বাসী দুঃখ দূর দশা দেখার যেন কেউ নেই। বন্দর উপজেলার পরিষদের একমাত্র রাস্তটি ধীর গতিতে নির্মান কাজ চলছে। এতে করে সাধারন জনগনের চলাফেরা জন্য মারাত্মক অসুবিধার মধ্যে রয়েছে। এ ছাড়াও বন্দরে কোথাও গ্যাস নেই। বন্দরে র্তীব্র গ্যাস সংকট থাকার কারনে রপ্তানীমুখি বিভিন্ন শিল্প কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। এছাড়াও বাসা বাড়িতে গ্যাস পাওয়া যাচ্ছে না। পয়ঃনিস্কাশনের ব্যবস্থা ভালো না থাকার কারনে সামন্য বৃষ্টি হলে বন্দরে বিভিন্ন পাড়া মহল্লায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। অত্র এলাকা একটি ঘনবসতিপূর্ণ এলাকা। গত ৩/৪ মাস যাবৎ এলাকার বাসাবাড়ীতে গ্যাস পাওয়া যাচ্ছে না। এতে জনগনের রান্নার কাজে বিঘœ হওয়ায় পারিবারিক জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মূল সঞ্চালন লাইনে গ্যাস না থাকায় এলাকার জনগন সম্পূর্ণভাবে গ্যাস থেকে বঞ্চিত হচ্ছে। মূল লাইনে গ্যাসের চাপ বৃদ্ধির মাধ্যমে সমস্যা সমাধানের জোর দাবি জানান। বন্দর ইউনিয়ন পরিষদ এলাকায় পয়ঃনিষ্কাসনের যথাযথ ব্যবস্থা নেই। অল্প বৃষ্টি হলেই জলাবদ্ধতা তৈরী হয়। ভাঙ্গা রাস্তার কারনে এই এলাকার ছাত্র ছাত্রী, নারী শিশুসহ শ্রমজীবী মানুষের স্বাভাবিক যাতায়াত করা দিন দিন অস্বাভাবিক হয়ে উঠছে, ঘটছে নানারকম দুর্ঘটনা। এ পরিস্থিতি থেকে এলাকাবাসীর পরিত্রানের জন্য বক্তাগন যথাযথ কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বন্দর এলাকার বাসিন্দা কবি ও লেখক রইস মুকুল, গৃহিনী মরিয়ম বেগম, ৩৮নং আলীনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সাবেক মেম্বার নিলুফা আক্তার, অত্র এলাকার বাসিন্দা সোহেল মিয়া, নূর এ আজাদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি এবং অত্র এলাকার বাসিন্দা মুন্নী সরদার, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম পাঠাগারের আহ্বায়ক ফাতেমা আক্তার মুক্তা প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort