রূপগঞ্জে কবিরের বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ বিস্ফোরণে দগ্ধ জিয়া (৩৫) নামে ১ জনের মৃত্যু হয়েছে। ঢাকা কলেজ মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২৯ মার্চ) ভোরে তিনি মারা যান। গত এক বছর আগেও একই বাড়িতে গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটে ছিলো।
নিহতর স্ত্রী সুমা জানান, গত ২০ মার্চ রবিবার সন্ধ্যায় মশার মারার ব্যাট দিয়ে মশা মারার সময় রান্না ঘরের গ্যাসের পাইফ লিকেজ হয়ে গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটে। গ্যাসের আগুনে জিয়ার পুরো শরীর ঝলসে যায়।
পরে তাকে ঢাকা কলেজ মেডিক্যাল হাসপাতালে বার্ণ ইউনিটে ভর্তি করা হলে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তবে আমার স্বামীর লাশ নিতেও অনেক সমস্যা হয়েছে। ঢাকা থেকে পুলিশ ক্লিয়ার রেঞ্জ দিলেও ভূলতা ফাঁড়ি থেকে ক্লিয়ার রেঞ্জ নিতে অনেক সময় লেগেছে।
নিহত জিয়া নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলার জগন্নাথপুর এলাকার মাদবর আলীর ছেলে। তিনি দুই মেয়ে আর স্ত্রী নিয়ে রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল দক্ষিণপাড়া কবির হোসেনের বাড়িতে ভাড়া থাকেন।
স্ত্রী সুমা ও স্বামী জিয়া ফকির ফ্যাশনের ১৩ নং ইউনিটে চাকুরী করতেন। স্ত্রী সুমা ফিনিশিং ও স্বামী জিয়া ওভারলক মেশিন চালাতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির মালিক কবির হোসেন গোলাকান্দাইল ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকার মৃত্যু মোনতাজ উদ্দিনের ছেলে। তিনি গত ২ বছর আগে তিন তলা ফাউন্ডেশন দিয়ে একটি বাড়ি নির্মাণ করেন। সেই বাড়িতে নিম্নমানের সরঞ্জাম দিয়ে অবৈধ গ্যাস সংযোগ দিয়েছেন।
তাই বছরের মধ্যে দুইটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে তবুও তিতাস গ্যাস কর্তৃপক্ষের খবর নেই। এ বিষয়ে তিতাস গ্যাস এর উপ-মহাব্যবস্থাপক সুরুজ আলমকে বার বার মুঠোফোনে কল করা হলেও পাওয়া যায়নি।