রুদ্রবার্তা২৪.নেট: নারায়নগঞ্জ সদরের গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এর সেকেন্ড ইন কমান্ড চর সৈয়দ পুরের ত্রাস বিচ্ছু বাহিনীর প্রধান রবিন পলাতক গ্রেফতার হয়ে জেলহাজতে।
১৬ মে সোমবার আদালতে আত্নসমর্পণকালে আদালত জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরন করেন।
সূত্রে জানা যায় যে, তার বিরুদ্ধে একাধিক মামলা থাকলেও সে বিভিন্ন মামলায় জামিনে বেরিয়ে এসে পলাতক ছিলো। রবিনের বিরুদ্ধে দায়েরকৃত মামলায় সাজাহলেও সে আদালতের আদেশ অমান্য করে পুলিশ প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে আত্নগোপন করে ছিলো।জমি সংক্রান্ত একটি মামলায় সাজা হয়ে সে দীর্ঘ দিন পলাতক থেকে আদালতে জামিনের জন্য আত্নসমর্পণ করতে গেলে আদালত জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরন করেন।
এলাকার সূত্রে জানা যায় যে, রবিন একজন দুর্ধর্ষ সন্ত্রাসী। চুরি, ডাকাতি, ধর্ষন, চাঁদাবাজি, জমি দখল, জালিয়াতি, হত্যা, মাদক , মারামারি সহ বিভিন্ন অপরাধ মূলক কাজের সাথে জড়িত। তার ভয়ে এলাকার কেউ তার বিরুদ্ধে কথা বলার সাহস পাননি। সে স্থানীয় চেয়ারম্যান ফজর আলীর লোক পরিচয় দিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে চলছে।জমি সংক্রান্ত মামলায় রবির গ্রেফতার হওয়ায় এলাকাবাসীর মনে স্বস্তি ফিরে এসেছে।