নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি নেতা খোরশেদকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘটনায় নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ থেকে রবিউল হোসেনকে বহিস্কার করা হয়েছে। একই সাথে তাকে স্থায়ীভাবে আওয়ামী লীগ থেকে বহিস্কারের সুপারিশ করতে চিঠি ইস্যু করা হয়েছে।
রবিউল হোসেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি। তিনি আওয়ামী লীগের উত্তর পন্থী নেতা হিসেবে পরিচিতি।
বুধবার (২৯ ডিসেম্বর) বিকেলের দিকে কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের উপস্থিতিতে জেলা ও মহানগর আওয়ামী লীগের যৌথ সভায় বহিস্কারের এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় উপস্থিত একাধিক সূত্র থেকে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
গত ২৭ ডিসেম্বর রবিউল হোসেন বিএনপি নেতা মাকছুদুল আলম খন্দকার খোরশেদের সমর্থনে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা থেকে প্রার্থীতা প্রত্যাহার করেন। এই ঘটনায় যারপরনাই ক্ষুব্ধ ছিলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। যা জানার পর কেন্দ্রীয় আওয়ামী লীগও এই ঘটনায় চরমভাবে ক্ষুব্ধ হয়। যার ফলশ্রুতিতে তাকে দল থেকে বহিস্কার করা হয়েছে।