নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেছেন, আমি যখন নারায়ণগঞ্জে পুলিশ সুপার হিসেবে এসেছি, এসেই শুনেছি এখানে একটি টুর্নামেন্ট হয়; আর এটি একটি মিলন মেলা। যারা কিশোর বা যুবক বয়সে ক্রিকেট খেলেছেন, তাদের জন্য এই খেলাটির আয়োজন করা হয়। এখানে ৫০ বছরের উপরের খেলোয়ারেরাও অংশ নিতে পারে। আমি মনে করি এটি একটি ব্যতিক্রম মিলন মেলা। আমি বাংলাদেশের অনেক জেলাতেই কাজ করেছি, কিন্তু এরকম কোন খেলা আমি শুনি নি। এ জন্য আমি মাষ্টার ক্রিকেটার্স অব নারায়ণগঞ্জকে ধন্যবাদ জ্ঞাপন করছি।
শুক্রবার (১৩ জানুয়ারি) বেলা ১১টায় সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স গ্রাউন্ডে নীট কনসার্ণ মাষ্টার ক্রিকেটার্স অব নারায়ণগঞ্জ এর সিজন-৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পুলিশ সুপার বলেন, আমি মনে করি, খেলাধুলা মানুষকে শুধু ফিজিক্যালি ফিট করে তা না; মানসিক প্রশান্তিও দেয়। যখন আপনি খেরায় মগ্ন থাকবেন তখন আপনার প্রশান্তিটা অনেক ব্যাপক। যেই খেলাটাই হোক না কেন। এই প্রশান্তিটা টাকা দিয়ে কিনে শেষ করা যাবে না। যা কিছু নেগেটিভ আছে, দেখবেন সব ভুলে গিয়েছেন। ছোট বেলায় আমি খেলার সাথে জরিত ছিলাম। এখনো ক্রিকেট দেখলে মনে হয় একটু খেলে ফেলি।
উদ্বোধনি অনুষ্ঠানে বিসিবি মিডিয়া সেল এর চেয়ারম্যান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেএমআরএস’র চেয়ারম্যান মোঃ মাহবুবুর রহমান জুয়েল ও সফটি বিডি লিমিটেড এর চেয়ারম্যান মোস্তাইন বিল্লাহ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন মোল্লা, মাষ্টার ক্রিকেটার্স অব নারায়ণগঞ্জ এর সংগঠনের সাধারণ সম্পাদক মাকসুদ উল আলম, সহ সভাপতি জাহাঙ্গীর আলম, রফিকুল হাসান রিপন, যুগ্ম সম্পাদক ডা. রাকিবুল ইসলাম শ্যামল, কোষাধ্যক্ষ তৌহিদ হোসেন শ্যামল, নারায়ণ সাহা তপু প্রমুখ।