প্রভাব বিস্তার ও মাদক স্পটের টাকা উত্তোলনকে কেন্দ্র করে শামীম বাহিনীর প্রধান শামীমকে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় ফরিদ নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
জামালপুর জেলার সদর থানার তারগঞ্জ নিজ শ্বশুড়ালয় থেকে রোববার (৫ জুন) তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ফরিদ ফতুল্লা থানার জামতলা হাজী হায়দার আলী রোডের সাইফুদ্দিনের ভাড়াটিয়া আব্দুর রশীদের পুত্র।
এর আগে পুলিশ হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে মামলার এজাহার নামীয় আলী ওরফে ডাকাত আলী, হত্যা কান্ডের মূলহোতা রাজ্জাক বাহিনীর প্রধান রাজ্জাকের ছেলে
অসীম ও ফতুল্লা থানার দাপা ইদ্রাকপুর এলাকার আল ইসলামের পুত্র আলামীনকে গ্রেপ্তার করে। এরদের মধ্যে আলী ওরফে ডাকাত আলী আদালতে স্বীকারোক্তীমূলক জবানবন্দি দিয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক আরিফ পাঠান জানান, শামীম হত্যাকান্ডের পরপর আত্মগোপনে চলে যায় ফরিদ। তথ্য প্রযুক্তি এবং নিজস্ব সোর্সের
সহায়তায় জামলাপুরের নিজ শ্বশুড়ালয় থেকে ফরিদকে ৫ জুন রাতে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, মাদক স্পটের টাকা আদায়কে কেন্দ্র করে চলতি বছরের মার্চ মাসের ৬ তারিখ দুপুরে ফতুল্লার ইসদাইর রাবেয়া উচ্চ বিদ্যালয়ের পশ্চিমে নতুন রাস্তায় প্রকাশ্য দিবালোকে
হাতুড়ি পেটা করে ও কুপিয়ে হত্যা করা হয় শামীম বাহিনীর প্রধান শামীমকে।