আড়াইহাজার পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হাবিবুর রহমানের ছেলে জাহাঙ্গীর আলমকে ফোনে নির্বাচনে নৌকার প্রার্থী ছাড়া ৫ নং ওয়ার্ডে কেউ নামতে পারবেনা বলে হুশিয়ারি দিয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী সুন্দর আলীর সমর্থক ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম।
তার এ বক্তব্যের একটি অডিও গণমাধ্যমকর্মীদের হাতে এসেছে, তবে বিষয়টি মিথ্যা দাবি করে এ অডিওটি তার নয় বলে জানান তিনি।
বৃহস্পতিবার (৮ জুন) মুঠোফোনে এ হুশিয়ারি দেয়ার অডিওটি পাওয়া যায়। এতে কালামকে বলতে শোনা যায়, ৫ নং ওয়ার্ডে তুমি কোন গ্যাঞ্জাম সৃষ্টি করবানা। ৫ নং ওয়ার্ডে কোন লোক নামতে পারবোনা, ৫ নং ওয়ার্ডে শুধু নৌকা থাকবো। এসময় অপর প্রান্ত থেকে কেন এবং কে নির্দেশ দিয়েছে প্রশ্ন করা হলে তিনি ফোন কেটে দেন।
এই ব্যাপারে আবুল কালাম জানান, এটি সম্পূর্ণ বাজে কথা। নির্বাচন করার অধিকার সবার আছে, এটি গণতান্ত্রিক অধিকার। আমার কণ্ঠের মত অন্য কারো কণ্ঠ হতেও তো পারে। এটি আমার কথা নয়, আমি এ ধরনের কোন কথা বলিনি।
জাহাঙ্গীর জানান, এ ব্যাপারে আমি নির্বাচন কমিশনে লিখিতভাবে অভিযোগ দেব। তিনি আরো জানান, নৌকার মেয়র প্রার্থীর লোকজন আমাদের প্রতিনিয়ত হুমকি দিচ্ছে। নির্বাচন কমিশন কোন ব্যবস্থা নিচ্ছেন না।