নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের কুড়েরপাড় এলাকায় কুড়েরপাড় ব্রীজের পিলারের নিচ থেকে মাটি কেটে নিয়ে সড়ক নির্মাণ করছে ঠিকাদার। ফলে ব্রীজটি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠছে। এ বিষয়ে ঠিকাদার জোর খাটিয়ে ব্রীজের নিচ থেকে পেলার ঘেষা মাটি কেটে সড়কে ফেলছেন।
একই সঙ্গে অভিযোগ ওঠেছে- কুড়েরপাড় এলাকার নিরীহ আব্দুস সাত্তারের মালিকাধীন পুরো জমি থেকে মাটি কেটে সড়কে ফেলা হচ্ছে। এ বিষয়ে ২৫ এপ্রিল সোমবার নিরীহ জমির মালিক নিষেধ করলে আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন ও ঠিকাদার মিলে সাত্তারকে ভয় ভীতি দেখিয়ে তার জমি থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছে বলে সাত্তারের অভিযোগ।
স্থানীয়রা জানান, কুড়েরপাড় ব্রীজ হতে গঞ্জকুমারিয়া এলাকা রোডে একটি সড়কে মাটি ভরাটের কাজ চলছে। কিন্তু সেই সড়কে মাটি ফেলার জন্য কুড়েরপাড় ব্রীজের নিচ থেকে পিলার ঘেষা অবস্থান থেকে মাটি কেটে নিয়ে সড়কে ফেলা হচ্ছে। ফলে ব্রীজটি ঝুুঁকিপূর্ণ হয়ে ওঠছে। মুলত ঠিকাদার নিজের সুবিধার্থে দুর থেকে মাটি না এনে ব্রীজের নিজ থেকে কম খরচে মাটি নিয়ে যাচ্ছেন। একই সঙ্গে ব্রীজের কাছাকাছি আব্দুস সাত্তারের জমি থেকেও মাটি নেয়া হচ্ছে বলে অভিযোগ।