নারায়ণগঞ্জ বন্দর থানায় উন্মোচন করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যুরাল। রোববার (১৭ জুলাই) বিকেলে বন্দর থানা চত্বরে বঙ্গবন্ধুর মুরাল উদ্বোধন করেন ঢাকা রেঞ্জ ডিআইজি হাবিবুর রহমান।
এসময় ডিআইজি বলেন, যে সব কিশোররা অপরাধমূলক কর্মকান্ডের সঙ্গে জড়িত তারা আমাদেরই কারো ভাই, কারো সন্তান, কারো ভাতিজা বা ভাগ্নে। যা আইনে আছে পুলিশে পক্ষ থেকে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ অব্যাহত আছে। তবে কোনো জায়গায় যদি অতিরিক্ত মাত্রায় কিশোর অপরাধ মাথাচাড়া দিয়ে উঠে বা বেড়ে যায় তবে সেটির জন্যও পুলিশ বিশেষ ব্যবস্থা নিচ্ছে।
নারায়ণগঞ্জে কিশোর গ্যাংয়ের উপদ্রব প্রসঙ্গে তিনি বলেন, নারায়ণগঞ্জ পুলিশ কিশোর অপরাধ নিয়ন্ত্রণে ব্যবস্থা গ্রহণ করেছে। তবে পুলিশের পাশাপাশি অভিভাবক, সচেতন জনসাধারণ, বিভিন্ন ক্লাব সংগঠনের কর্মকর্তা এবং স্কুল কলেজের শিক্ষক অভিভাবক ছ্রাত্রছাত্রীকে এগিয়ে আসতে হবে। মোবাইল কেন্দ্রিক সংস্কৃতি থেকে কিশোরদেরকে সুস্থ ধারার সংস্কৃতিতে ফিরিয়ে আনতে হবে। কিশোরদের মাঝে ইতিবাচক মনোভাব গড়ে তোলার জন্য পুলিশের পক্ষ থেকে সকল মহলের সহযোগিতা চান ডিআইজি।
এসময় উপস্থিত ছিলেন -নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ জায়েদুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতি. পুলিশ সুপার (অপরাধ) আমীর খসরু, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জাহেদ পারভেজ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রসিকিউশন) শাওন লায়লা, অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কল) নাজমুল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) শেখ বিল্লাল হোসেন, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম কুদরাত এ খুদা, উপজেলা ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু, বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা ও সোনারগাঁ থানার অফিসার ইনর্চাজ হাফিজুর রহমান প্রমুখ।
উদ্বোধনের পর পুলিশসহ বিভিন্ন স্তরের মানুষ মুরালের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে দেশ ও জাতির শান্তি -সমৃদ্ধি ও মঙ্গল কামনা করে মুনাজাত করা হয়।