নগরীর কালির বাজারের আদি আদর্শ মিস্টান্ন ভান্ডারকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর নারায়ণগঞ্জ।
অবৈধ প্রক্রিয়ায় মিস্টি ও দই তৈরির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৩ ধারায় ওই প্রতিষ্ঠানকে এ জরিমানা করা হয়।
বুধবার (১৮ মে) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো: সেলিমুজ্জামান এই জরিমানা করেন। এসময় ক্যাব প্রতিনিধি এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
মো সেলিমুজ্জামান জানান, ভেজাল এবং নকল উৎপাদনের সাথে যারাই জড়িত থাকবে তাদের বিরুদ্ধেই ভোক্তা অধিকার আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। ভেজাল ও নকল বিরোধী এই অভিযান অব্যাহত থাকবে।