স্টাফ রিপোর্টার : মো.কবির হোসেন’কে সভাপতি ও মো.নাসির খান’কে সাধারণ সম্পাদক এবং মো.অলিউল্লাহ অলি’কে সাংগঠনিক সম্পাদক করে কাঞ্চন পৌর শহীদ জিয়া স্মৃতি সংসদের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। গত শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকাল ৪টায় মহান বিজয় দিবস উপলক্ষ্যে কাঞ্চন পৌর শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে আলোচনা সভা ও কাঞ্চন পৌর শহীদ জিয়া স্মৃতি সংসদ কমিটি গঠনকল্পে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত সংগঠনের সভাপতি মো.কবির হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি আলহাজ্ব মো.শহীদুল ইসলাম রিপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো.মোসাদ্দেক হোসেন, প্রধান আলোচক হিসেবে ছিলেন শহীদ জিয়া স্মৃতি সংসদের নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি আলহাজ্ব মো.দুলাল মল্লিক। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সাংগঠনিক সম্পাদক মো.নুর আলম সিকদার। আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, কাঞ্চন পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর মফিকুল ইসলাম খঁান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কোহিনুর আলম, পৌর বিএনপির দপ্তর সম্পাদন এস আলম রিপন, কাঞ্চন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো.বাবুল মিয়া। সম্মানিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সহ-সভাপতি আব্দুস সালাম খোকন, জেলা কমিটির অর্থ সম্পাদক আলহাজ্ব মো.শাহ-আলম খান, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন খান মুক্তি ও মামুন সাউদ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি আলহাজ্ব মো.শহীদুল ইসলাম রিপন বলেন, আগামী দুই বছরের জন্য কাঞ্চন পৌর শহীদ জিয়া স্মৃতি সংসদের নব-গঠিত কমিটির অনুমোদন দেওয়া হলো। আপনারা ন্যায় নীতি ভাবে সংগঠন পরিচালনা করবেন। এই সংগঠনের নামে কেউ কোন চঁাদাবাজি করবেন না। আমি নব-গঠিত কমিটির উত্তর উত্তর সাফল্য কামনা করছি। এসময় বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো.মোসাদ্দেক হোসেন বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে দলের নাম ভঁাঙ্গিয়ে চঁাদাবাজি করবেন না। আওয়ামী লীগের কোন লোক যাতে আমাদের সংগঠনে স্থান নিতে না পারে, তার জন্য সবাইকে সজাগ থাকতে হবে। প্রধান বক্তার বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি দুলাল মল্লিক বলেন, আমরা ১৯৭১’র স্বাধীনতা অর্জন করেছি এবং গত ৫ই আগষ্ট ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচার শাসক শেখ হাসিনার পতন ঘটিয়েছি। আমরা সে দিনই বিজয় উল্লাস করবো, যেদিন এদেশে জনতার আদালতে শেখ হাসিনার ফঁাসি হবে। আলোচনা শেষে রূপগঞ্জের উন্নয়নের রূপকার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলহাজ্ব আব্দুল মতিন চৌধুরী ও শহীদ জিয়া স্মৃতি সংসদ কাঞ্চন পৌর প্রতিষ্ঠাতা সভাপতি এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের রূহের মাগফেরাত কামনা করে দুলাল মল্লিক বিশেষ ভাবে দোয়া পরিচালনা করেন।