রুদ্রবার্তা২৪.নেট: নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের আয়োজনে করোনা ভাইরাসের বিস্তার রোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
দমাস্ক আমার সুরক্ষা সবারদ শীর্ষক শ্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত কর্মশালায় সরকারি কর্মকর্তা, সাংবাদিক, ধর্মীয় নেতা, এনজিওর প্রতিনিধি, যুব ক্লাব, স্কাউটসের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ এ সময় মাস্ক এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, আসুন সবাই মাস্ক পরি। নিজেকে ও পরিবারকে করোনা ভাইরাস থেকে সুরক্ষিত রাখি।
কর্মশালায় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ- পরিচালক ফাতেমা তুল জান্নাত, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরা, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মুহা. জাকির হোসাইন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অহীন্দ্র কুমার মÐল, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, নারায়ণগঞ্জ সদর উপজেলা স্কাউট কমিশনার ফজলুল হক মন্টু, জাতীয় ইমাম সমিতির জেলা সভাপতি শাহাবুদ্দিন ভুঁইয়া প্রমুখ।