নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি একেএম সেলিম ওসমান বলেছেন, করোনা আমাদের অনেক পিছিয়ে দিয়েছে। বিশেষ করে শিক্ষা খাত বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। স্কুল-কলেজগুলো আবারো বন্ধ হয়ে গেছে। মার্চের পর আর করোনা বা ওমিক্রন থাকবে না বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এ সময়ের মধ্যে সবাইকে মাস্ক পরতে হবে।
শনিবার সন্ধ্যায় বন্দর উপজেলা মিলনায়তনে বন্দর উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে সেলিম ওসমান বলেন, শান্তির চরে নিট পল্লি এতদিনে হয়ে যাওয়ার কথা ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তায় ২১ দিনের মাথায় একনেকে এ প্রকল্পটি পাশ হয়েছে। কিন্তু নানা জটিলতায় আটকে আছে।
তিনি বলেন, ইতোমধ্যে ১৫০০ একর জমি বন্দোবস্ত হওয়ার কথা ছিল, হয়েছে মাত্র ৩০০ একর জমি। একদল ভূমিদস্যু এ জায়গা নিজের নামে নামজারি করে ৮০ কোটি টাকায় বিক্রি করার পাঁয়তারা করেছিল। বাধার কারণে তারা বিক্রি করতে পারে নাই।
সভায় অন্যদের মধ্যে বন্দর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ রশিদ বক্তব্য দেন।