প্রেসবিজ্ঞপ্তিঃ নবীন-প্রবীণ কবি-সাহিত্যিকদের মেলবন্ধন তৈরির প্রত্যয়ে এগিয়ে চলা জাতীয় সাহিত্য সংগঠন কাব্যকথা সাহিত্য পরিষদ কেন্দ্রীয় কমিটির আয়োজনে ২রা সেপ্টেম্বর মঙ্গলবার তোপখানা রোডে শিশুকল্যান পরিষদে কবি আরিফ মঈনুদ্দীনের সভাপতিত্বে পুঁথিসম্রাট খ্যাত কবি জালাল খান ইউসুফীর উপস্থাপনায় লিটলম্যাগ স্রোত সম্পাদক প্রবাসী কবি বদরুজ্জামান জামানকে মধ্যমণি করে অনুষ্ঠিত হয় ১২০তম কাব্যকথা সাহিত্য আড্ডা।
অনুষ্ঠানে ছিল আলোচনা, স্বরচিত কবিতা, ছড়া, অণুগল্প ও পুঁথিপাঠ। এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের সভাপতি নাট্যকার ও আবৃতিজন কবি মাহবুব মুকুল। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ড. মুহাম্মদ জমির হোসেন, ড. সাহেদ মন্তাজ, কবি ঢালী মোহাম্মদ দেলওয়ার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশের বিভাগীয় সম্পাদক বিশিষ্ট কথাসাহিত্যিক এনায়েত রসুল, কবি ও কথাশিল্পী প্রফেসর মো: আমির হোসেন, সম্পাদক ও প্রকাশক কবি খালেদ-উদ-দীন। পঠিত লেখার আলোচনা করেন প্রফেসর কবি আহমেদ মঈন। স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কথাশিল্পী খন্দকার আতিক, ধন্যবাদ জ্ঞাপন করেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কবি শিবির আহমেদ লিটন। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ঢাকা শফিকুল ইসলাম আরজু। বক্তব্য রাখেন দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক কবি ছাব্বির আহমেদ সেন্টু, বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের সভাপতি কবি মুনীরুল ইসলাম,
মধ্যমণিকে শুভেচ্ছা জানিয়ে স্বরচিত কবিতা পাঠ করেন-
কবি এমএ করিম, কবি কামাল হোসাইন, কবি মিযানুর রহমান জামীল, কবি এড. শামীমা আক্তার শিউলী, কবি আব্দুস সালাম চৌধুরী, কবি আনিসুল হক, কবি কবির ভূইয়া, কবি আতিকুজ্জামান খান, কবি মুজিবুর রহমান বকুল, কবি শাহানা মান্নান, কবি ইরানী সুলতানা, কবি নিশাত জেসমিন, কবি ইলোরা সোমা, কবি রলি আক্তার, কবি তাছলিমা আক্তার, কবি মমতাজ বেগম মুমু, কবি ও আবৃত্তিশিল্পী মিথুন খান, কবি শহীদুল জয়, কবি ইকবাল হোসেন রোমেছ কবি রহমত উল্লাহ প্রমুখ।
উপস্থিত ছিলেন, এম এ খালেক, সালাউদ্দিন আহমেদ প্রমূখ। সংগীত পরিবেশন করেন শৌখিন কণ্ঠশিল্পী আনোয়ার হোসেন, নৃত্য উপস্থাপন করেন নৃত্যশিল্পী জান্নাতুল আদন অর্পা। সবশেষে মধ্যমনিকে কাসাপ সম্মাননা তুলে দেয়া হয়।
কবি বদরুজ্জামান জামান একাদারে একজন কবি, ছড়াকার, গল্পকার, নাট্যকার ও সম্পাদক। জন্ম ১৯৭৯ সালে সিলেটের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার নর্তন গ্রামে। তিনি এম.সি কলেজ সিলেট থেকে বাংলা ভাষা ও সাহিত্যে অনার্সসহ মাস্টার্স সম্পন্ন করেন ২০০১ সালে। জেলা শিল্পকলা একাডেমি’ সিলেটের ‘নাট্য বিভাগের সঙ্গে যুক্ত ছিলেন ২০০৩ সাল পর্যন্ত। ‘নান্দিক নাট্যদল’-এর নাট্যকর্মী হিসাবে কাজ করেন ২০০৫ সাল পর্যন্ত। তালিকাভুক্ত নাট্যশিল্পী হিসাবে ‘সিলেট বেতাওে কাজ করেছেন ২০০৫ সাল পর্যন্ত।
অভিনয় করেছেন ‘নান্দিক নাট্যদল’, ‘শিল্পকলা একাডেমি’, ‘সিলেট বেতার’, ‘শৌখিন নাট্যগোষ্ঠী’ প্রযোজিত অনেক নাটকে। কলেজ জীবন থেকে কবিতা ছড়া ছোটগল্প লিখছেন নিয়মিত। ২০০৫ সাল
থেকে প্রবাস জীবন যাপন করেছেন। বর্তমানে ফ্রান্সে স্থায়ীভাবে বসবাসরত। সম্পাদনা করছেন ‘মুক্তকথা টুয়েন্টিফোর ডটকম’ ও সাহিত্যের ছোটকাগজ ‘স্রোত’। গুণী এ লেখকের প্রকাশিত কাব্যগ্রন্থ: ‘অশান্ত সমুদ্র পুষি’ (২০১৫), বোধের দরজায় খিল (২০১৬), জলরঙে আঁকা ছবি (২০১৮), জটরে ক্রন্দনসুর (২০১৯), জেগে আছি রোদ্র ছায়ায় (২০২০), আদিম অরণ্যে মানুষের পৃথিবী (২০২১), মুক্তির সংগ্রামে দাঁড়াও (২০২৫) এবং ছড়াগ্রন্থ : ‘নানা রঙের ছড়া’ (২০১৭)।