নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১৯ নং ওয়ার্ড মহানগর আওয়ামী লীগ’র উদ্যোগে ১৮ আগষ্ট বৃহস্পতিবার মদনগঞ্জ ঐতিহাসিক বটতলায় দিনব্যাপি ১৫ আগষ্টের শহীদদের স্মরণে ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কাঙ্গালী ভোজ’র আয়োজন করা হয়।
বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির ১৯ নং ওয়ার্ড আহ্বায়ক জসিম উদ্দিন জসু ও যুবলীগ নেতা মানিক মাহমুদ’র সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক ও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ১৯৭৫ সালে যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়, আমরা গুটি কয়েকজন ছাত্রনেতা তখন সোচ্চার হয়েছিলাম, তখন যদি সকল আওয়ামী লীগ নেতাকর্মী এগিয়ে আসতো, তবে আমরা অনেক কিছুই করতে পারতাম। ওরা ভেবেছিলো জাতির পিতাকে হত্যা করলে আওয়ামী লীগ শেষ হয়ে যাবে, ওরা জানে না বাংলাদেশ যতদিন থাকবে জাতির পিতার নাম এবং আওয়ামী লীগ ততদিন থাকবে। এখন আমাদের একটাই দাবি বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসিতে ঝুলিয়ে বাংলাদেশকে কলঙ্কমুক্ত করুন। আজ কি বলবো জাতির পিতা নেই, আমরা তো আমাদের নেতাকে ভুলতে পারিনা। ১৫ আগষ্টে বঙ্গবন্ধুসহ যাহারা ঐদিন নিহত হয়েছে তাদের রুহের মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া চাই। হে আল্লাহ তাদের সকলকে শহীদি মর্যাদা দান করুন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, আলহাজ্ব আহসান হাবীব, বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী পুতুল, গাজী আব্দুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন জালু, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল গনি, নুর ইসলাম, আলহাজ্ব আবের হোসেন, এড. হাবিব আল মুজাহিদ পলু, গাজী আব্দুর রশিদ, আলহাজ্ব আমজাদ হোসেন, আমিরুল ইসলাম, মামুন সিরাজুল মজিদ, আশাবুদ্দিন বাবু, সাহাবুদ্দিন, জাহাঙ্গীর আলম, ইসমাইল হোসেন মিন্টু, নূর হোসেন, আলী হোসেন, আব্দুল গনি, আনোয়ার হোসেন চৌধুরী, নুরুন্নাহার সন্ধ্যা, ফারুক, আখতার হোসেন, হাসান
প্রমুখ।