নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীর করা মামলায় আইনজীবী এড. খোকন সাহার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি হওয়ার ঘটনায় উত্তাল নারায়ণগঞ্জের আদালতপাড়া। এ ঘটনায় ক্ষোভ জানিয়ে স্লোগানে স্লোগানে মুখরিত ছিল আদালত পাড়া, হয়েছে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা। মামলা তুলে নিতে দিয়েছেন হুঁশিয়ারী।
নারায়ণগঞ্জের আদালতপাড়ায় সোমবার (২৫ এপ্রিল) সকাল থেকে এই দৃশ্য চোখে পড়ে। এ সময় আইনজীবীর বিরুদ্ধে মামলা তুলে নিতে নানা রকম শ্লোগান দেন নবীন-প্রবীন প্রায় সকল আইনজীবীরা।
এড. খোকন সাহা নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। টানা ২৬ বছর তিনি এ দায়িত্ব পালন করে আসছেন। অপর দিকে, সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি।
নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েলের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে অংশ নেন সিনিয়র আইনজীবী জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এড. মাসুদ রউফ, আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. মুহাম্মদ মোহসীন মিয়া, সাবেক সাধারণ সম্পাদক এড. মাহবুবুর রহমান, নারায়য়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এড. মাহমুদা মালাসহ শত শত আইনজীবী।
জিউস পুকুর দেবোত্তর সম্পত্তি, এটা নারায়ণগঞ্জের সকলেই জানে বলে উল্লেখ করেন প্রতিবাদ সভায় এড. মুহসিন মিয়া। তিনি জানান, ‘দেবোত্তর সম্পত্তি বেচা-বিক্রির নিয়ম নেই, এই কথাও আইনে স্পষ্ট। তারপরেও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেমনের মেয়র সেলিনা হায়াৎ আইভীর পরিবারের ৬ জন সদস্য পুকুরটি ভুয়া দলিলের মাধ্যমে লিখে নিয়েছেন। যেটা কোন ভাবেই করতে পারে না। আর সেই কথা গুলোই প্রমানসহ তোলে ধরেছিলেন এড. খোকন সাহা। তাই মেয়র আইভী মোশতাকদের কথায় খোকন সাহার বিরুদ্ধে মামলা করেন। মামলাটি মিথ্যা ও বৃদ্ধিহীন।’
প্রতিবাদ সভায় এড. বিদ্যুৎ কুমার সাহা বলেন, আমি মেয়রের নিকট অনুরোধ করবো, আপনি অতি শীঘ্রই এই মামলা প্রত্যাহার করে নিন। নতুবা নারায়ণগঞ্জের আইনজীবী সমাজ এর বিরুদ্ধে দুর্বার আন্দোলন করবে।
সভায় এড. হাসান ফেরদৌস জুয়েল বলেন, আওয়ামী লীগকে দুর্বল করতে চায় জামায়েত শিবির-বিএনপি আর রাজাকাররা। কিন্তু আপনি শেখ হাসিনার মার্কা নৌকা নিয়ে নির্বাচিত হয়ে শেখ হাসিনার কর্মীদের বিরুদ্ধে মামলা দিচ্ছেন, এটা কি দলকে ছোট করা হলো না? দলকে দুর্বল করা হলো না? আমি অনুরোধ করবো এই মামরা প্রত্যাহার করুন।
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. রবিউল আমিন রনীর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি পদে অ্যাডভোকেট আলাউদ্দিন আহমেদ, সহ-সভাপতি অ্যাডভোকেট সুবাস বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদুল হক মমিন, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট আবুল বাশার রুবেল, আপ্যায়ন সম্পাদক অ্যাডভোকেট মো. স্বপন ভূঁইয়া, লাইব্রেরি সম্পাদক অ্যাডভোকেট হাছিব উল হাছান রনি, ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট সোহেল আজাদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট রাজিয়া আমিন কাঞ্চি, সমাজসেবা সম্পাদক অ্যাডভোকেট মো. রাশেদ ভূঁইয়া, আইন ও মানবাধিকার সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মান্নান, কার্যকরী সদস্য অ্যাডভোকেট এরশাদুজ্জামান ইমন, অ্যাডভোকেট হালিমা আক্তার, অ্যাডভোকেট হোসেন আহম্মদ, অ্যাডভোকেট মেরাজ সরকার ও অ্যাডভোকেট অঞ্জন দাস প্রমুখ।
এদিকে, এড. খোকন সাহার বিরুদ্ধে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীর করা মামলার প্রতিবাদে নিন্দা জানিয়ে ৪৯৩ জন আইনজীবী স্বাক্ষর করে একটি যৌথ বিবৃতি দিয়েছে। বিবৃতিতে মামলাটি প্রত্যাহারের জোর দাবি জানানো হয়েছে।