রাজধানীতে আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে শান্তি সমাবেশ শেষ হয়েছে।
শুক্রবার (২৮ জুলাই) দুপুর ২টা ১৫ মিনিটে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে এ সমাবেশ শুরু হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে শান্তি সমাবেশ শেষ হয়।
সমাবেশে ওবায়দুল কাদের বলেন, অনেকে আমার কাছে জানতে চান, একই দিনে কেন দুই দলের কর্মসূচি দেওয়া হয়? আমি তাদের উদ্দেশে সবিনয়ে বলতে চাই, আপনারা ২০১৪-১৫ সালে দেখেননি, আমরা চুপ করে থাকলে বিএনপি কোন মূর্তিতে আবির্ভূত হয়? শপথ নিয়ে এসেছি, আগুন নিয়ে আসলে পুড়িয়ে দেবো, ভাঙচুর করলে হাত ভেঙে দেবো।
এদিকে, সমাবেশ শেষে সংঘাতে জড়িয়ে পড়েন অ্যাডভোকেট কামরুল ইসলাম ও কেরানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহীন আহমেদের সমর্থকরা। লাঠি ছোড়াছুড়ি করেন তারা। এ সময় নেতাকর্মীরা এদিক-ওদিক ছোটাছুটি করেন। তবে, মুহূর্তেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পরে নেতাকর্মীরা সমাবেশস্থল ত্যাগ করেন।