এই সরকার বলছে, তাদের কারনে দেশে গনতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। আসলে এই সরকারের কারনে তাদের এমপি-মন্ত্রী ও আমলারাই শুধু সুবিধা ভোগ করতে পারছে। আর তাদের দেখে সুবিধা ভোগ করা দেখে সরকার ভাবছে জনগনও সুবিধা ভোগ করছে।’
ত্বকী হত্যা ও বিচারহীনতার ১১১ মাস উপলক্ষে বুধবার (৮ জুন) চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সাংস্কৃতিক জোটের আলোক প্রজ্বালন কর্মসূচিতে এসব কথা বলেন ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি।
রফিউর রাব্বি বলেন, ‘বর্তমান সরকার এমন একটি বিচার ব্যবস্থা তৈরি করেছে যাতে গুটি কয়েকটি বিচার দেখাচ্ছে। আর সরকার দলের লোকেরা যে অপরাধে জরিত, তারা থাকছে ধরা ছোয়ার বাইরে। সাগর-রুনি হত্যা ত্বকী হত্যার বিচার সরকার বন্ধ করে রেখেছে, কারন এতে সরকারি দলের লোক যুক্ত আছে। সাগর-রুনির মামলায় তারা বলছে কোন ক্লু পাচ্ছেনা বলে তদন্ত করা যাচ্ছে না। এদিকে ত্বকী হত্যার ক্ষেত্রে ক্লু পেয়েও তদন্ত করা হচ্ছে না।’
তিনি আরও বলেন, ‘আপনারা এমন কর্মকান্ড বন্ধ করুন। আপনাদের এমপি-মন্ত্রী ও আমলাদের বিচারের আওতায় আনুন এবং আপনাদের বাহিনীকে নিয়ন্ত্রনে রাখুন।’