নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, তারেক রহমানের দেশে ফেরত আসা এবং জনগনের ভোটের অধিকার প্রতিষ্টা করা দুটোই এই সরকারকে রেখে সম্ভব ন। যতদিন শেখ হাসিনা ক্ষমতায় থাকবে ততদিন আমরা কোন ফেয়ার ভোট আশা করতে পারি না। বিএনপিকে ক্ষমতায় আসতে হলে ভোটের মাধ্যমে আসতে হবে, কিন্তু সেই ভোট যদি রাতে হয় তাহলে তো আর বিএনপি ক্ষমতা আসতে পারবে না। তাই এই সরকারের অধিনে কোন নির্বাচনে বিএনপি অংশ নিবে না। তাই এই সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে। তাহলেই একটি নির্বাচনকালীন সরকার প্রতিষ্ঠিত হবে।
সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকীতে সোমবার (৩০ মে) রাতে ফতুল্লা কুতুবপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক মামুন মাহমুদ বলেন, দেশ নায়ক তারেক রহমানের গায়ে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের রক্ত প্রবাহিত হয়। তার শরীরে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রক্ত প্রবাহিত হয়। এই দুই জনের রক্ত যার শরীরে প্রবাহিত হয় তিনিইতো পারেন এই রাষ্ট্র পরিচালনা করতে। তাই আমাদের তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে।এই সরকারকে বিচারের কাঠগড়ায় দাড় করাতে হবে। যে গনতন্ত্র হাড়িয়ে গিয়েছে, সেই গনতন্ত্র উদ্ধারে তারেক রহমানের নির্দেশে আমরা কাজ করে যাচ্ছি। আপনারা নারায়ণগঞ্জবাসী আমাদের সংগ্রামে সামিল হবেন। এই লড়াই সংগ্রামের নেতৃত্ব দিবেন আমাদের নেতা, গনমানুষের নেতা তারেক রহমান।
এসময় নারায়ণগঞ্জ জেলা বিএনপির ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।