নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, বঙ্গবন্ধু জীবিত থাকলে আমাদের কারোই রাজনীতি করার কথা না। রাজনীতি করি তাই বুঝে কথা বলি। উনি এখন বাংলার প্রধানমন্ত্রী না, আওয়ামী লীগের সভানেত্রী না; উনি আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ। পাকিস্তানের পালার্মেন্টে দাঁড়িয়ে নেতারা বলে শেখ হাসিনার কাছে রাজনীতি শেখো। ২০০১ সালের ১৬‘ই জুন আমি কিছুই না, প্রাইম টার্গেট ছিলো শেখ হাসিনা। জাতির পিতার কণ্যার কিছু হলে বিশ্বাস করেন এই দেশ বসবাসের যোগ্য থাকবে না।
সোমবার (২২ আগস্ট) রাতে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে শামীম ওসমান এসব কথা বলেন।
শামীম ওসমান বলেন, এই কয়েকদিন ধরে আমি খুব বেশি কথা বলতাছি। কথা গুলো কেন বলছি? কিছু পত্রিকায় দেখলাম লেখা হয়েছে শামীম ওসমান স্ট্যান্ডবাজি করতাছে। কেন? কারণ আমি নেতাকর্মীদের নিয়ে সভা করছি। জাতির পিতার কণ্যা বলেছেন চারোদিক থেকে ষড়যন্ত্র হচ্ছে। ২১‘শে আগস্ট যারা গ্রেনেড হামলা করিয়েছে ওদের সাথে আমার গণতন্ত্রের চর্চা করতে হবে, ওরা আমার বিয়াই লাগে! আমি সবাইকে অনুরোধ করবো আসেন একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি। নারায়ণগঞ্জে এতো বড় বড় নেতা, আমি তো সাধারণ কর্মী। আমাকে নিয়ে অনেক কিছু বলা হচ্ছে, বলুক। কিন্তু জাতির পিতার কন্যাকে নিয়ে কিছু বললে বসে থাকবো না। কে নামলো, কে নামলো না সেটা আমার দেখার বিষয় না।
তিনি আরও বলেন, শেখ হাসিনার বিশ্বাসের জায়গা সিদ্ধিরগঞ্জ। আগামী ২৭ আগস্ট সমাবেশ করবো। ৪টা বাজে শুরু করবো ৫টা বাজে শেষ করে দিবো। বাংলাদেশের প্রতিটি গুরুত্বপূর্ন আন্দোলনেই নারায়ণগঞ্জ প্রথমবার ঘন্টা বাজিয়েছে। এই নারায়ণগঞ্জ থেকে আবারো ঘন্টা বাজাবো। আন্দোলন করবেন করেন, ভোট চাইবেন চান, ক্ষমতায় আসবেন আসেন। কিন্তু আবার জ্বালাও পোড়াও, আবারো ২১শে আগস্ট না এবার কিন্তু ওনার কথায় শান্ত হবো না। এতোদিন সহ্য করছি আর না, না মানে না। ছাড় দেয়া হবে না। যেই লাশ গুলো দেখেছেন সেগুলো চোখের সামনে আনেন, আর এক হয়ে এগিয়ে আসুন। আমার শক্তির সবচেয়ে বড় উৎস হলো আল কোরআন।
শামীম ওসমান বলেন, ২০২৪ সালে নির্বাচন হবে। ইনশাআল্লাহ এইবারো প্রধানমন্ত্রী শেখ হাসিনাই হবে। চ্যালেঞ্জ দিয়ে বললাম। যতই চক্রান্ত করেন, কিছুই করতে পারবেন না। সকলকে প্রস্তত থাকতে হবে। এবারের লড়াই হবে দেশকে বাচানোর লড়াই।
এসময় সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড, খোকন সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, যুগ্ম সাধারণ সম্পাদক জিএম আরমান, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মো. জুয়েল হোসেন, ছাত্রনেতা হাবিবুর রহমান রিয়াদ প্রমুখ।