ঈদ মানে আনন্দ। আর এই আনন্দের মাঝেও নারায়ণগঞ্জে শোকের ছায়া পোহাতে হয়েছে ২০টি পরিবারকে। হত্যা, সড়ক দুর্ঘটনা, আত্মহত্যা, পানিতে ডুবে মৃত্যু ও অনাকাঙ্খিত দূর্ঘটনা বয়ে এনেছে এই শোক বার্তা। ঈদকে ঘিরে লাশের সারি বেশ লম্বা। অন্যান্য সময়ের মতো সড়ক দুর্ঘটনায় মৃত্যু থাকলেও এবার ঈদে আত্মহত্যায় ও পানিতে ডুবে মৃত্যুর সারিটা তুলনামূলক বেশী।
পবিত্র ঈদুল আজহায় নারায়ণগঞ্জে স্কুল কলেজসহ প্রায় অধিকাংশ প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায় ঈদের প্রায় ৫দিন আগে থেকে। আর এই সময়ে নাড়ির টানে বাড়ি ফেরার মানুষের হিড়িক পড়ে যায়। আর এই সময়ের অপ্রত্যাশিত মৃত্যু কেড়ে নেয় পুরো পরিবারের আনন্দ। নারায়ণগঞ্জের গণমাধ্যমে প্রকাশিত সংবাদে এমন চিত্রই উঠে এসেছে।
নারায়ণগঞ্জে ঈদের ছুটিতে ৫ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হত্যার শিকার হয়েছে ২জন, সড়ক দূর্ঘটনায় ৫জন, আত্মহত্যায় ৬জন, পানিতে ডুবে ৬জন ও অনাকাঙ্খিত দূর্ঘটনায় ১জনের মৃত্যু হয়েছে।
প্রকাশিত সংবাদ অনুযায়ি জানা যায়, ৫ জুলাই রাতে আড়াইহাজারে আনোয়ারা (৪৯) নামে এক গৃহবধূকে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা।
ঈদে নারায়ণগঞ্জ থেকে গ্রামের বাড়ি ফেরার পথে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে।টঙ্গীর একটি হাসপাতালে বুধবার (৬ জুলাই) দিনগত রাত আড়াইটার দিকে মৃত্যু হয় ওই যুবকের। নিহত যুবকের নাম মো. সাঈদ (২২)। সে রূপগঞ্জে ওয়াটার টাংকির হেলপার।
বন্দরে বাড়িওয়ালা ও ভাড়াটিয়া গৃহবধূর পরকিয়া প্রেমের গুমর ফাঁস হওয়ায়, লোকলজ্জার ভয়ে ২ সন্তানের জনক বাড়িওয়ালা প্রেমিক ও ভাড়াটিয়া প্রেমিকা বিষপানে আত্মহত্যা করেছে।৬ জুলাই গভীর রাতে বন্দর কলাগাছিয়া ইউনিয়নের উত্তর নিশং এলাকার ওই পৃথক দুইটি আত্মহত্যার ঘটনা ঘটে।
বুড়িগঙ্গা নদীতে বরিশাল-পটুয়াখালী গামী দুটি যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষে রুশিয়া (৪৫) নামে এক নারী যাত্রী নিহত হয়েছে। ৮ জুলাই সন্ধ্যায় ফতুল্লা লঞ্চ টার্মিনালে এ ঘটনা ঘটে।
নিহত নারীর গ্রামের বাড়ী পটুয়াখালী বলে জানিয়েছে পাগলা নৌ ফাড়িঁ পুলিশ।
বিয়ের ৭ থেকে ৮মাস পর হঠাৎ ঝগড়া। স্ত্রীর সাথে অভিমান করে ফ্যানের সাথে ওরনা পেচিয়ে আত্মহত্যা করে স্বামী।৮ জুলাই সকাল ১১টায় ফতুল্লার লালপুরের (আমতলা) কামরুজ্জামানের বাড়ীর দ্বিতীয় তলায় ওই ঘটনা ঘটে।