শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
এবার অভিনেত্রী দিশার বাড়িতে গোলাগুলি শ্রীলঙ্কার বিপক্ষেও জয়ের লক্ষ্য নিয়েই নামছে বাংলাদেশ চার বিচারপতির বিষয়ে তদন্ত চলমান : সুপ্রিম কোর্ট প্রশাসন রূপগঞ্জে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদকসহ ৩ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার ইসলামপন্থীরাই এখন দেশের প্রধান রাজনৈতিক শক্তি : মাও. আতাউর বন্দরে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী রনী ভূঁইয়া গ্রেপ্তার বন্দরে স্বেচ্ছাসেবক লীগ নেতা মমিনুল গ্রেপ্তার বন্দরে বিএনপির পক্ষ থেকে প্রয়াত ইব্রাহিম মেম্বারের আত্বার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া দাম কমিয়েও বিক্রি হচ্ছে না ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট পরীমনির বিরুদ্ধে ব্যবসায়ী নাছিরের মামলা চলতে বাধা নেই

ইসলামপন্থীরাই এখন দেশের প্রধান রাজনৈতিক শক্তি : মাও. আতাউর

  • আপডেট সময় শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ১১.২১ এএম
  • ০ বার পড়া হয়েছে

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, যারা ফ্যাসিবাদ তাড়ানোর জন্য রাজপথে ছিল, ছাত্র জনতা সহ দেশপ্রেমিক যারাই আন্দোলন করেছে তাদের সাথে আমরা ঐক্যবদ্ধ হয়ে রাষ্ট্র গঠন করবো।

অতীতের সিস্টেমে অনেকে নির্বাচন চায়, কিন্তু রাষ্ট্র সংস্কার হোক এটা চায় না। তবে আমরা ধন্যবাদ জানাই যে, সন্ত্রাসী, দুর্নীতি ও চাঁদাবাজির দায়ে তাদের ১০ হাজার নেতাকর্মীকে তারা বহিষ্কার করেছে।

তারা স্বীকার করে নিয়েছে যে, তাদের টপ টু বটম সকল জায়গায় চাঁদাবাজ আছে, সন্ত্রাস আছে। এ বহিষ্কারের পরও কি সংশোধন হয়েছে? না হতে পারে নাই। যারা তাদের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে পারে না তারা কিভাবে দেশ নিয়ন্ত্রণ করবে এটা আমাদের জানা নাই।

তিনি বলেন, আমরা মনে করি ৭২’র সংবিধান আমাদের মুক্তি দিতে পারে নাই। যদি সংস্কার করতে হয় তাহলে মূল সংস্কার হলো নির্বাচনী সংস্কার। শুধু একটি নির্বাচনের জন্য তো জুলাই-আগস্টের আন্দোলনে রক্ত ঝড়ে নি। বরং একটি আদর্শিক পরিবর্তন হতে হবে। বর্তমানে ইসলামপন্থীরাই এখন দেশের প্রধান রাজনৈতিক শক্তি।

শুক্রবার বিকাল ৩টায় চাষাড়া শহীদ মিনারে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন, প্রয়োজনীয় রাষ্ট্রসংস্কার, খুনিদের দৃশ্যমান বিচার ও মেট্রোরেল প্রকল্পে নারায়ণগঞ্জকে যুক্ত করার দাবীতে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহর সভাপতিত্বে ও সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদের সঞ্চালনায় গণসমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মুফতি দেলাওয়ার হোসাইন সাকী, বিশেষ অতিথি কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটি সম্পাদক আলহাজ্ব মুহা. হারুনুর রশিদ, নারায়ণগঞ্জ মহানগর সহ-সভাপতি নুর হোসেন, জয়েন্ট সেক্রেটারি ডা. সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাও. শামসুল আলম, প্রচার ও দাওয়া সম্পাদক বিলাল খান, অর্থ সম্পাদক ইসমাইল প্রমুখ নেতৃবৃন্দ।

তিনি আরও বলেন, বিগত দিনে শেখ হাসিনা যেভাবে ইসলামপন্থীদের কটুক্তি করতো, বর্তমানে তারাও আমাদের মৌলবাদ, জঙ্গিবাদ বলে মিথ্যা আখ্যা দেয়। তারা নাকি আমাদের আফগানিস্তান ও পাকিস্তান পাঠিয়ে দিবে।

আমরা বলি, কখনো আমরা আফগানিস্তান ও পাকিস্তান যাবো না। আমরা দেশকে ভালবাসি, দেশেই থাকবো। বরং যাদেরকে আমরা ভারতের দালাল বলতাম তারাই ভারত পালিয়ে গিয়ে প্রমাণ করেছে তারা ভারতের দালাল। তাদেরও কিন্তু বিভিন্ন দেশে বাড়ীঘর আছে। আমরা চাই সবাই দেশেই থাকুক। একসাথে আমরা দেশে থেকে সুন্দর রাষ্ট্র গঠন করি।

প্রধান বক্তা দেলাওয়ার হোসাইন সাকী বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতার রাজনীতি করে না, জিঘাংসার রাজনীতির চর্চা করেনা। আদর্শিক রাজনীতি করা হলো আমাদের কাজ। আমরা মানুষকে স্বাধীনভাবে ব্যবসা পরিচালনা করতে দিতে চাই, কোন চাঁদাবাজের স্থান আমাদের এখানে নেই।

শুধু এমপি হওয়ার জন্যই যদি আন্দোলন করতাম তাহলে এই অফার বহুবার আমাদেরকে দেওয়া হয়েছিল, কিন্তু আদর্শকে জলাঞ্জলি দিয়ে কোন রাজনীতি করতে চাই না।

সভাপতির বক্তব্যের মুফতি মাসুম বিল্লাহ বলেন, অনেকে বলে পি আর খায় না মাথায় দেয়? আমরা স্পষ্ট বলতে চাই, পি আর এখন জনগণের দাবিতে পরিণত হয়েছে। পি আরের বিরুদ্ধে কথা বললে জনগণ আপনাদেরকে মেনে নিবে না।

যারা ১৬ বছর অন্যায়ভাবে মানুষকে হত্যা করেছে, গুম করেছে এবং ৫ আগস্টের পর দেশ ছেড়ে পালিয়েছে তাদের বিচার হওয়ার পূর্বে কোন নির্বাচন দেখতে চাই না।

তিনি আরও বলেন, ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে আমাকে হাতপাখার প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। আমি বলতে চাই, এমপি নয়; জনগণের খাদেম হিসেবে কাজ করতে চাই।

মানুষ আমাদের কাছে আসবে না, আমরা জনগণের দ্বারে দ্বারে গিয়ে তাদের প্রয়োজন পূরণ করব ইনশাআল্লাহ। আমাদের সহ সকল নগরবাসীর একটাই দাবি, “মেট্রোরেল প্রকল্পে নারায়ণগঞ্জকে যুক্ত করতে হবে”।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort