জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস বলেছেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে তার মন্তব্য ইসরায়েলের‘ভুল উপস্থাপনে’ তিনি ‘মর্মাহত’ হয়েছেন। বুধবার নিউ ইয়র্কে তিনি এ মন্তব্য করেছেন।
জাতিসংঘের মহাসচিব বলেন, ‘আমি দ্ব্যর্থহীনভাবে ইসরায়েলে হামাসের ৭ অক্টোবরের ভয়াবহ ও নজিরবিহীন সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছি। বেসামরিক লোকদের ইচ্ছাকৃতভাবে হত্যা ও অপহরণ বা বেসামরিক লক্ষ্যবস্তুতে রকেট ছোড়া কোনো কিছুই ন্যায়সঙ্গত করতে পারে না।’
মঙ্গলবার নিরাপত্তা পরিষদের গুতেরেস বলেছিলেন, হামাসের আক্রমণ ‘শূন্যতায় ঘটেনি’ কারণ ফিলিস্তিনিরা ‘৫৬ বছরের শ্বাসরুদ্ধকর দখলের অধীন।’
এর প্রতিক্রিয়ায় ইসরায়েলি কর্মকর্তারা মঙ্গলবার গুতেরেসের পদত্যাগের আহ্বান জানিয়েছেন। এছাড়া জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত বুধবার জানিয়েছেন, জাতিসংঘের কর্মকর্তাদের ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে ইসরায়েল।