ইরানের বিপ্লবী বাহিনীর (আইআরজিসি) সাবেক প্রধান কাশেম সোলাইমানির সমাধিস্থলের কাছে জোড়া বোমা হামলায় শতাধিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭০ জন। বুধবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।
মার্কিন হামলায় কাশেম সোলাইমানি নিহত হওয়ার চতুর্থ বার্ষিকীতে তার সমাধির পাশে বোমা হামলার এ ঘটনা ঘটল।
স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় ইরানের সরকারি সম্প্রচারমাধ্যম আইআরআইবির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর কেরমানে অবস্থিত সাহেব আল–জামান মসজিদে জমায়েত মানুষের ওপর হামলা হয়েছে।
কেরমান প্রদেশের একজন স্থানীয় কর্মকর্তাকে উদ্ধৃত করে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বিস্ফোরণগুলো সন্ত্রাসী হামলার কারণে হয়েছে।
কেরমানের জরুরী পরিষেবার প্রধান মোহাম্মদ সাবেরি রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বিস্ফোরণে গুরুতর আহতদের মধ্যে আরও কয়েক জন মারা গেছে, এতে নিহতের সংখ্যা ১০৩ এ পৌঁছেছে।
তিনি বলেছেন, ‘আহতদের বর্তমান সংখ্যা ১৪১, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।’
আধা-সরকারি নুরনিউজ এর আগে জানিয়েছিল, কবরস্থানের দিকে যাওয়ার রাস্তায় বেশ কয়েকটি গ্যাসের ক্যানিস্টার বিস্ফোরিত হয়েছে।