সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া, নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কারসহ নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়েছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)। নেতারা বলেছেন, আওয়ামী লীগ লুটপাটের এক মহোৎসব শুরু করেছে, দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মানবেতর জীবন যাপন করলেও কিছু মানুষ বিদেশে লাখো কোটি টাকা পাচার করছে। দেশের মানুষ এক দু:শাসনের মধ্যে আছে। মানুষের ন্যূনতম ভোটের অধিকার হরণ করা হয়েছে। আজ আওয়ামী লীগ ও বিএনপির দ্বিদলীয় লুটপাট ও ক্ষমতার ভাগ–বাঁটোয়ারার ধারার বিপরীতে শ্রমিক কৃষকের পক্ষে সরকার গঠনের লক্ষ্যে সিপিবিসহ আমরা বাংলাদেশের বামপন্থীরা লড়াই-সংগ্রাম চালিয়ে যাচ্ছি।
শুক্রবার (১০ মার্চ) নারায়ণগঞ্জের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক সমাবেশে নেতারা এসব কথা বলেন। বাংলাদেশ কমিউনিস্ট পার্টির ৭৫তম প্রতিষ্ঠা বার্র্ষিকী উপলক্ষে নগরীতে লাল পতাকা মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।
প্রতিষ্ঠা বার্র্ষিকী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সিপিবির কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. শাহ আলম, সাধারণ সম্পাদক রহিম হোসেন প্রিন্স, সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য মন্টু ঘোষ, বাসদ কেন্দ্রীয় নেতা নিখিল দাস, সিপিবি নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী, জেলা সিপিবি নেতা আব্দুল হাই শরীফ, জেলা সিপিবি নেতা জিয়া হায়দার, শাহানারা বেগম বিমল কান্তি দাস, আঃ সালাম বাবুল, ও ইকবাল হোসেন প্রমুখ।