নারায়ণগঞ্জের আড়াইহাজার ও সোনারগাঁয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনাকরে ৫০০ বোতল ফেনসিডিলসহ ২জনকে গ্রেফতার করেছে র্যাব-১১। রবিবার (২২ মে) দুপুরে ও বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব জানায়, ২২ মে দুপুরে আড়াইহাজার থানাধীন রামচন্দ্রদী এলাকায় ২০০ বোতল ফেনসিডিলসহ মোঃ শহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১টি ইজিবাইক জব্দ করা হয়। অপর দিকে একই দিন বিকেলে সোনারগাঁ থানাধীন মোগড়াপাড়া চৌরাস্তা এলাকা থেকে ৩০০ বোতল ফেনসিডিলসহ মোঃ মিজানুর রহমানকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১টি পিকআপ জব্দ করা হয়।
র্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামীরা ছদ্মবেশী মাদক ব্যবসায়ী। তারা ইজিবাইক ও প্রাইভেটকারের চালকের ছদ্মবেশে প্রায় একই ধরনের কৌশল ব্যবহার করে নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিল পরিবহন করে আসছিল। গ্রেফতারকৃত আসামীরা বিভিন্ন অভিনব কায়দায় ফেনসিডিল পরিবহন করে নিয়ে এসে নারায়ণগঞ্জ ও এর আশেপাশের এলাকায় সরবরাহ করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।