আড়াইহাজারে র্যাব-১১ এর একটি দল অভিযান চালিয়ে ২০ কেজি গাজা উদ্ধার করেছে। গাজা বহনের দায়ে ৪ ব্যক্তিকে গ্রেফতার করে র্যাব-১১।
র্যাব-১১ এর সূত্রে জানাগেছে, রবিবার (১৭ মার্চ) পোনে ৮টার দিকে উপজেলার বিশনন্দী ইউনিয়নের বিশনন্দী ফেড়িঘাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। সেখানে জহুরুল ইসলামের মাছের দোকানের সামনে র্যাবের উপস্থিতি টের পেয়ে ২ ব্যক্তি দৌড়ে পালানোর সময় র্যাব-১১ এর সদস্যরা ইলিয়াছ খা (৩৪) ও মঈনউদ্দিন (১৮) নামে ২ ব্যক্তিকে আটক করে। পর তাদের সাথে কালো রংয়ের ২টি ব্যাগ থেকে আড়াই কেজি করে ৪টি প্যাকেট হতে ১০ কেজি গাজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ইলিয়াছ খা ব্রাহ্মনবাড়িয়া জেলার আখাউড়া থানার তানপাড়া এলাকার সোলায়মান খা এর ছেলে এবং মঈনউদ্দিন একই এলাকার ইউসুফ মিয়ার ছেলে।
একই দিন সাড়ে ১০টার দিকে একই ফেড়িঘাট এলাকার মোল্লা হোটেল এন্ড বিরানী হাউজের সামনে র্যাবকে দেখে ২ ব্যক্তি দৌড়ে পালানোর সময় র্যাবের সদস্যরা দৌড়ে ইব্রাহিম (২৪) ও কামরুল (১৬) কে আটক করে। পরে তার দেহ তল্লাসী করে ২টি ব্যাগে আড়াই কেজি করে ৪টি প্লাষ্টিকের প্যাকেটে মোট ১০ কেজি গাজা উদ্ধার করে। গাজা বহনকারী ইব্রাহিম ব্রাহ্মনবাড়িয়া জেলার কসবা থানার খিলনাল গ্রামের ইউনুছ মিয়ার ছেলে এবং কামরুল একই থানার কুইয়াপানিয়া গ্রামের রাজা মিয়ার ছেলে বলে জানাগেছে। এ দুটি ঘটনায় র্যাব-১১ এর উপপরিদর্শক মোসলেম আলী আড়াইহাজার থানায় মাদক আইনে ২টি মামলা দায়ের করেন।