আড়াইহাজারে সন্দেহভাজন ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলেন- স্থানীয় সিংহদী এলাকার মৃত মোলেবের ছেলে আলমগীর, সুলতানসাদীর নারান্দী এলাকার আঃ মজিদের ছেলে বিল্লাল হোসেন, সিংহদী এলাকার শাহজাহানের ছেলে ফারুক, একই এলাকার সোনা মিয়ার ছেলে হামিদুল ওরফে হামিদুল্লাহ, সোনারগাঁ উপজেলার বারদী এলাকার আহম্মদ আলীর ছেলে আসাদুল।
রবিবার (৬ মার্চ) তাদের বিরুদ্ধে রিমান্ড আবেদন করে নারায়ণগঞ্জের আদালতে পাঠানো হয়। এর আগে আড়াইহাজার থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাও ও আড়াইহাজার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
আড়াইহাজার থানার সেকেন্ড অফিসার নাহিদ মাসুম বলেন, সম্পতি উপজেলার দুপ্তারা ইউনিয়নের বান্টি এলাকায় রুহুল আমিন নামে এক ব্যক্তির বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দল অস্ত্রের মুখে ঘরের সবাইকে জিম্মি করে প্রায় ২৪ ভরি ওজনের বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুঠ করে নিয়ে যায়। তিনি আরও বলেন, আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।