আড়াইহাজার উপজেলার মানিকপুরে অবস্থিত রয়েল কনজুমারস নামক একটি বেকারীর মালিক জিয়াউদ্দিনকে ২০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (১০ অক্টোবর) বিকালে সহকারী কমিশনার ভূমিও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাখী ছেপ এই জরিমানা আদায় করেন।
ম্যাজিস্ট্রেট শাখী ছেপ জানান, মানিকপুরে অবস্থিত রয়েল কনজুমারস নামক বেকারীটিতে দীর্ঘ দিন ধরে অপরিছন্ন, অপরিষ্কার অবস্থায় পণ্য উৎপাদন করে আসছিল। বেকারীটি রাস্তার পাশে হলেও কঠোর নিরাপত্তার মাঝে তারা এই অপকর্মটি চালিয়ে যাচ্ছে।
সরেজিমনে মঙ্গলবার গিয়ে অভিযোগের সত্যতা পেয়ে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং কঠোর ভাবে সতর্ক করা হয়। ভবিষ্যতে এই ধরণের কাজ করলে বেকারী বন্ধ করে দেওয়া হবে বলেও হুশিয়ারী দেন ম্যাজিস্ট্রেট শাখী ছেপ।
অভিযোগ রয়েছে, উক্তি বেকারীর মালিক প্রভাবখাটিয়ে অপরিছণ্ন ভাবে পণ্য উৎপাদন করে বাজারজাত করছে। ম্যাজিস্ট্রেটের অভিযানের ফলে সন্তুষ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাছাড়া ও আড়াইহাজার বাজারের ২টি খাবারের হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।