আড়াইহাজারে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার রাত দেড়টায় উপজেলার শিবপুর গ্রামের ব্যবসায়ী মোন্তাজ উদ্দিনের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে ।
ডাকাত দল পরিবারের সদস্যদের হাত-পা ও মুখ বেঁধে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে লুটে নিয়েছে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৯ লাখ টাকার মালামাল।
গৃহকর্তার বরাত দিয়ে গ্রামবাসি জানায়, ওই সময় গৃহকর্তা মোন্তাজউদ্দিনের পাকা ভবনের কেঁচি গেইটের তালা কেটে সশস্ত্র ডাকাত দল ভিতরে প্রবেশ করে পরিবারের পুরুষ সদস্যদের পরনের লুঙ্গি খুলে তা দিয়ে পরিবারের সব সদস্যদের হাত-পা ও মুখ বেধে ফেলে রেখে।
পরে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে নগদ ৯০ হাজার টাকা ও ৯ ভরি স্বর্ণালংকারসহ অন্য মালামলা নিয়ে চলে যায়। ভোরে গ্রামবাসি উপস্থিত হয়ে তাদেরকে বাঁধন মুক্ত করে।
আড়াইহাজার থানার ওসি মুহাম্মদ ইমদাদুল হক তৈয়ব জানান, এ রকম একটা ঘটনা শুনেছি। তবে কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।