আড়াইহাজারে সোহলে মেম্বারসহ দুই ইউপি সদস্যকে কুপিয়ে ও পিটিয়ে জখমের ঘটনার মামলায় চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- জসিম, জনি, ইমরান ও সজিব।
তারা সবাই মধ্যারচর এলাকার বাসিন্দা। শুক্রবার সকালে তাদেরকে আদালতে প্রেরণ করলে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরআগে বৃহস্পতিবার রাতে তাদের বসত বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে কালাপাহাড়িয়া ফাঁড়ি পুলিশ।’
মামলার তদন্তকারী কর্মকর্তা কালাপাহাড়িয়া পুলিশ ফাঁড়ির এস আই মজিবুর রহমান জানান, দুই ইউপি সদস্যকে কুপিয়ে ও পিটিয়ে জখমের ঘটনার পর আহত সোহেল মেম্বারের পিতা আঃ করিম মামলা দায়ের করলে গ্রেপ্তারকৃতরা নিম্ন আদালতে হাজির হওয়ার শর্তে হাইকোর্ট থেকে জামিনে আসে।
পরে তারা নির্ধারিত সময়ে নিম্ন আদালতে হাজির না হওয়ায় নিম্ন আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরওয়ারানা জারী করে। বৃহষ্পতিবার রাতে তাদের অবস্থানের সংবাদ পেয়ে গ্রেপ্তার করা হয়।
প্রসঙ্গত, গত ১৫ জানুয়ারী মধ্যারচর গুদারা ঘাট এলাকায় কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ড সদস্য সোহেল ও ৯ নং ওয়ার্ড সদস্য খোকন মেম্বারকে একই এলাকার সন্ত্রাসী জসিম গং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে জখম করে।
গুরুতর আহত অবস্থায় সোহেল মেম্বারকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে অবস্থা গুরুতর বিধায় কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে দীর্ঘ দিন তার চিকিৎসা চলে।