পার্লামান্টে আস্থা ভোটে শুক্রবার পরাজিত হয়েছেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কুমার দাহাল। এর ফলে কে পি শর্মা ওলির নেতৃত্বাধীন জোট নতুন সরকার গঠন করতে যাচ্ছে বলে জানিয়েছে রয়টার্স।
গত ১৬ বছরের ইতিহাসে এই নিয়ে ১৪ বার সরকার বদল হলো নেপালে।
আস্থা ভোটের আগেই বুধবার নেপালি কংগ্রেস এবং সিপিএন-ইউএমএল জোট বেঁধে পুষ্প কুমারকে ক্ষমতাচ্যুত এবং সরকার গঠনের বিষয়ে আলোচনা করেছিল। নেপালি কংগ্রেস এবং কমিউনিস্ট পার্টি অফ নেপাল – ইউনিফায়েড মার্কসিস্ট লেনিনিস্ট (সিপিএন-ইউএমএল) নতুন জোট গঠনের বিষয়ে সহমত পোষণ করেছে। নতুন সরকার গঠন হলে প্রথম দফায় দেড় বছরের জন্য প্রধানমন্ত্রী হবেন কে পি শর্মা ওলি।
কে পি শর্মা ওলির নেতৃত্বাধীন সিপিএন-ইউএমএল পুষ্প কুমারের নেতৃত্বাধীন জোট সরকারের বড় শরিক ছিল। গত সপ্তাহেই পুষ্প কুমার সরকারের ওপর থেকে সমর্থন তুলে নেয় দলটি। এর জেরে রাজনৈতিক অস্থিরতার শুরু হয় নেপালে।
দুই বড় প্রতিবেশী চীন ও ভারত ঘনিষ্ঠভাবে নেপালের রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। কারণ পার্বত্য এই দেশটিতে দুই দেশেরই বড় অংকের বিনিয়োগ রয়েছে।