নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের সাবেক মেম্বার ৪৩ বছর বয়সী হাসান মাহমুদ ইকবালকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সে আলীরটেকের মুক্তারকান্দি এলাকার জব্বার বেপারীর ছেলে। বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিল।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী ফেরদৌসের গত ২৯ নভেম্বরের দায়ের করা ‘পুলিশের উপর ককটেল বিস্ফোরণ’র মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
মামলায় উল্লেখ করা হয়, নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়ায় হোসিয়ারি সমিতির পশ্চিম পাশের রাস্তায় নাশকতার উদ্দেশে সোমবার রাত ১২টা ৫ মিনিটে বিএনপি নেতাকর্মীরা গোপন বৈঠক করছে এমন সংবাদে পুলিশ সেখানে যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ককটেল ছুড়তে থাকেন বিএনপি নেতাকর্মীরা। এসময় আত্মরক্ষার্থে পুলিশ ৮ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ ঘটনায় ইকবাল সহ আরো তিনজনকে গ্রেপ্তার করে। ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের অংশ, চারটি লোহার রড ও আটটি কাঠের তক্তা উদ্ধার করে পুলিশ।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা মামলা দায়ের এবং সাবেক মেম্বার ইকবালসহ ৪ জনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।