আর্সেনিক মুক্ত করার সরঞ্জামাদি এখন নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের পানাম লেক সিটিতেই তৈরি করছেন বাংলাদেশের তরুণ গবেষক এবং ডেভেলপার কেমিস্ট কনসালটেন্ট বিকে হাওলাদার পল্টন।
প্রায় ১০ শতাংশ জমির উপর ২০১৭ সালে নিজ উদ্যোগে গড়ে তোলেন ‘ইনোভেটিভ সাইন্টিফিক রিসার্চ এন্ড অ্যাডভান্জ ডেভলাভমেন্ড’ (ISRAD) নামের একটি ছোট্ট প্রতিষ্ঠান।
জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত করার লক্ষ্যে তিনি আর্সেনিক মুক্ত করার ফিল্টার তৈরী করার সরঞ্জামাদি যেমন : অ্যাক্টিভিটেড কার্বন, হাইড্রেটেড ফেরিক অক্সাইড এবং বাম মিডিয়া, এই তিনটি পদার্থ তৈরি করেন তিনি।
যাহারা এসব উপকরণ বিদেশ থেকে আমদানি করেন বা করছেন, তাহারা এখন আর বিদেশ থেকে আমদানি না করে (ISRAD) থেকে স্বল্প মুল্যে যা বাংলাদেশ সায়েন্স ল্যাবরেটরি’র (BCSR)পরীক্ষিত এবং অনুমোদনপ্রাপ্ত প্রতিষ্ঠান থেকে ক্রয় করতে পারেন।
এখনকার সাধারণ পানিতে মানুষের শরীরের যে ক্ষতি হয় তা থেকে মুক্তি পেতে যেমন, আর্সেনিক, লোহার মতো আয়রন ও হেভিমেটাল যা মানবদেহে ক্ষতি করে তা দূর করার জন্য তার আবিষ্কারের কোন জুড়ি নেই।
এখন থেকেই আপনারা আর্সেনিক মুক্ত থাকতে চাইলে (ISRAD)’র তৈরি করা তিনটি মেটাল দিয়ে আপনারা অত্যাধুনিক ফিল্টার সহজেই তৈরি করে নিতে পারেন।
এখন (ISRAD) থেকে ঔ সমস্থ মেটাল ক্রয় করে
করে “ইভা ফিল্টার” নামে একটি প্রতিষ্ঠান ফিল্টার তৈরি করে বাংলাদেশের পার্বত্যাঞ্চল বান্দরবনের ‘লামা’ এলাকায় সমাজ সেবামূলক প্রতিষ্ঠান “কোয়ান্টাম ফাউন্ডেশন” এবং দেশের বিভিন্ন নামকরা হাসপাতালে এখন ব্যবহার করছে।
মনে রাখবেন, পানির অপর নাম জীবন, তাই বিশুদ্ধ পানি পান করুন, সুস্থ্য থাকুন।