আফগানিস্তানে এক ভারপ্রাপ্ত প্রাদেশিক গভর্নরের জানাজায় আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৩০ জন। বৃহস্পতিবার বাদাখশান প্রদেশের রাজধানী ফৈজাবাদে নিসার আহমেদ আহমাদির জানাজায় এ হামলার ঘটনা ঘটেছে বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
তালেবান সরকার এ ঘটনার নিন্দা জানিয়ে এক বিবৃতিতে বলেছে, ‘আইইএ (আফগানিস্তান ইসলামিক আমিরাত) -এর স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্লজ্জ শত্রুদের এই বর্বরতার নিন্দা জানাচ্ছে।’
গত মঙ্গলবার আহমাদির গাড়িতে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। ওই ঘটনায় নিহত হন তিনি। ইসলামিক স্টেট এই হামলার দায় স্বীকার করেছে।
২০২১ সালের আগস্টে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করে। এরপর থেকে দেশটির নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হচ্ছিল। তবে দেশটির নিরাপত্তার জন্য এখনও হুমকি হিসেবে রয়ে গেছে সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট।