রুদ্রবার্তা২৪.নেট: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক মেয়র ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী।
বুধবার (১৫ ডিসেম্বর) বেলা ১২টায় নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে নাসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তারের কাছে তার পক্ষে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগের নেতৃবৃন্দরা।
এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, আওয়ামী লীগ জাতীয় পরিষদের সদস্য অ্যাড. আনিসুর রহমান দিপু, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল কাদির, মিজানুর রহমান বাচ্চু, অ্যাড. আসাদুজ্জামান আসাদ, আদিনাথ বসু, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক একেএম আবু সুফিয়ান, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রানু খন্দকার প্রমুখ।
মনোনয়নপত্র জমা শেষে আনোয়ার হোসেন বলেন, আওয়ামী লীগ এমন একটি প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান তৃণমূল পর্যায়ে সংগঠিত। আমরা আসলে প্রতিদ্ব›দ্বী হিসেবে কাউকে মনে করছি না। আগামী নির্বাচনে প্রমাণ হবে কে আমাদের প্রতিদ্ব›দ্বী হয়। এখনে অনেকে মনোনয়নপত্র কিনেছে কিন্তু মনোনয়নপত্র জমা দেয়া শেষ হয়নি। আগামীকাল বুঝতে পারবো কে আমাদের প্রতিদ্ব›দ্বী হতে পারে। মাঠেই প্রমাণ হবে কে কার প্রতিদ্ব›দ্বী। আর কেউ কেউ তাদের পরাজয়কে অন্যদিকে প্রবাহিত করার জন্যে ইভিএম নিয়ে প্রশ্ন তুলছে।
অ্যাড. আনিসুর রহমান দিপু বলেন, ইনশাআল্লাহ আগামী ১৬ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী গত নির্বাচনের মত বিপুল ভোটে জয় লাভ করবে। আমরা একত্রিত এবং ঐক্যবদ্ধ আছি। বিরোধীতার কোনো বিষয় নেই। আওয়ামী লীগ বড় একটি দল এখানে নেতৃত্বের প্রতিযোগীতা থাকতেই পারে।