বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান নিখিল বলেছেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে বিএনপি-জামায়াত ইস্যু সৃষ্টির চেষ্টা করতে পারে। এতে করে যদি নৌকার প্রার্থী ডাঃ সেলিনা হায়াৎ আইভী জয় লাভ করতে না পারেন তাহলে হার হবে আওয়ামী লীগের, হারবে আইভী, হেরে যাবো আমরা।
আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বেঈমানী করতে পারবো না। আপনাদের মনে রাখতে হবে, যে মানুষটি আপনাদেরকে নারায়ণগঞ্জে শান্তিতে বসবাস করার ব্যবস্থা করেছে, তাকে অবশ্যই জয়যুক্ত করতে হবে।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকেলে নগরীর বাঁধন কমিউনিটি সেন্টারে নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের উদ্যোগে আয়োজিত এনসিসি নির্বাচনে নৌকার মনোনীত মেয়র প্রার্থী ডাঃ সেলিনা হায়াৎ আইভীকে জয়যুক্ত করার লক্ষ্যে বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
এ সময় মাইনুল হাসান নিখিল আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অক্লান্ত পরিশ্রমের কারনে দেশ আজ উন্নতির চরম শিখরে আরোহন করেছে। অথচ আজকে তাকে নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র করা হচ্ছে, মিথ্যাচার করা হচ্ছে।
বিএনপি-জামায়াত চক্র ২০০৪ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছে। দেশে দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি করে পেট্রোল দিয়ে ১৬৫ জন মানুষকে হত্যা করেছে। আর এই বিএনপি-জামায়াতের প্রার্থী হচ্ছে এড. তৈমুর আলম খন্দকার, তাকে মাঠে নামতে দেওয়া হবে না।
সভায় ২৭টি ওয়ার্ডের প্রায় ২০০টি কেন্দ্রের জন্য ২ জন করে সদস্যকে মনোনীত করা হয়, যারা কেন্দ্র পরিচালনা করবে। সভা থেকে ঘোষনা করা হয় যারা নৌকার জন্য কাজ করবে তারাই আগামীতে যুবলীগের দ্বায়িত্ব পালন করবে।
নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূইয়া সাজনুর সভাপতিত্বে বর্ধিত সভায় আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মোয়াজ্জেম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল, সাংগঠনিক সম্পাদক কাজী মো. মাজহারুল ইসলাম, মো. সোহেল পারভেজ, মশিউর রহমান চপল, ঢাকা মহানগর দক্ষিনের ভারপ্রাপ্ত সভাপতি, মাইন উদ্দিন রানা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ.এম রেজাউল করীম রেজা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক শামসুল আলম অনিক, জনশক্তি ও কর্মসংস্থান সম্পাদক শাহীন মালুম, পরিবেশ বিষয়ক সম্পাদক হারিস মিয়া শেখ সাগর, জেলা যুবলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের, সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মো. শহীদ বাদল, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আলী আহাম্মদ রেজা উজ্জলসহ অন্যান্য নেতৃবৃন্দ।