নারায়ণগঞ্জ জেলা আইনজীবী ভবনের তৃতীয় তলার নির্মানের জন্য ১ কোটি ২০ লাখ টাকা অনুদান দিবেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাতে জেলা আইনজীবী সমিতির ডিজিটাল ‘সেলিম ওসমান বার ভবন’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ ঘোষনা দেন। শুধু তাই নয় এসময় সেলিম ওসমান আইনজীবী নেতৃবৃন্দদের হাতে ৬০লাখ টাকার চেক তুলে দেন।
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রবিউল আমীন রনির সঞ্চালনায় উপস্থিত ছিলেন- আইনমন্ত্রী আনিসুল হক, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, আইন মন্ত্রনালয়ের সচিব মো. গোলাম সারোয়ার, বাংলাদেশ বার কাউন্সিলর ও এটর্নী জেনারেল এড. এ.এম আমিন উদ্দিন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, নারায়ণগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা ফেরদৌস, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, বিকেএমইএ’র নিবার্হী সভাপতি মোহাম্মদ হাতেম প্রমুখ।
উল্লেখ্য, নিজ অর্থায়নে সেলিম ওসমান নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির জন্য বার ভবন নির্মান করে দেন। এরই পরিপ্রেক্ষিতে ভবনটির নামকরণ করা হয় ‘সেলিম ওসমান বার ভবন’।