নিজস্ব প্রতিনিধি : বাংলা একাডেমি’র অমর একুশে বইমেলা ২০২৫ ফেব্রুয়ারি মাসব্যাপি আয়োজন করা হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানের গ্রন্থ উন্মোচন মঞ্চে উন্মোচিত হলো কবি জয়নুল আবেদীন জয়ের জুলাইকে ঘিরে লেখা কবিতার বই ‘রক্ত জবা’।
অমর একুশে বইমেলাকে কেন্দ্র করে লেখক, পাঠক ও প্রকাশকদের মাঝে বইছে আনন্দের বন্যা। প্রতিদিন লেখকদের নতুন নতুন বইয়ের আগমন ঘটছে বইমেলায়। দেশের অনেক জেলার কবিদের নতুন বইয়ের ঘোষণা করা হচ্ছে গ্রন্থ উন্মোচন মঞ্চে। এ মোড়ক উন্মোচনে অংশগ্রহণ করছেন অনেক গুণীজন।
১১ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে সোহরাওয়াদী উদ্যানের গ্রন্থ উন্মোচন মঞ্চে নারায়ণগঞ্জ জেলার সুপরিচিত কবি জয়নুল আবেদীন জয়-এর কবিতার বই ‘রক্তজবা’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।
গ্রন্থ উন্মোচন কালে মঞ্চে উপস্থিত ছিলেন কবি ও গবেষক মাহমুদ হাসান নিজামী, বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ-এর সভাপতি কবি কাজী আনিসুল হক, কবি শ্যামলী মন্ডল, সাপ্তাহিক সত্যের পাতা সম্পাদক ফরিদা ইয়াসমিন সুমনা, কবি দালান জাহান, কবি রুহুল মাহবুবসহ প্রমুখ।
রৌদ্র ছায়া প্রকাশনা’র ৩৪১ নং স্টলে ‘রক্তজবা’ কাব্যগ্রন্থটি পাওয়া যাচ্ছে।