অবরোধ হরতালের নবম দিনেও রাজপথে বীরদর্পে রয়েছেন অকুতোভয় সৈনিক আজমেরী ওসমান। জ্বালাও পোড়াও কারীদের কবল থেকে খেটে খাওয়া মানুষদের জান মালের নিরাপত্তার জন্য তিনি রাজ পথে রয়েছেন তার কয়েক হাজারো সমর্থকদের নিয়ে।
এরই ধারাবাহিকতায় ৩ ডিসেম্বর রবিবার সকালে প্রয়াত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমান তনয় যুবনেতা আজমেরী ওসমান কর্মী সমর্থকদের নিয়ে অন্যান্য দিনের মতো বিশাল গাড়ি বহর ও মোটরবাইক নিয়ে শান্তি শোভাযাত্রা করেছেন ।
এদিন, শহরের কলেজ রোডস্থ নিজ বাসভবন থেকে শান্তির শোভাযাত্রাটি বের করে শহর, ফতুল্লা এবং সিদ্ধিরগঞ্জের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন আজমেরী ওসমান। এসময় তার সাথে থাকা গাড়ি বহর থেকে হরতাল ও অবরোধবিরোধী স্লোগান দেন কর্মী সমর্থকরা।
এর আগে গত সাত সপ্তাহ যাবৎ বিএনপি-জামাতের ডাকা অবরোধ কর্মসূচীর বিরুদ্ধে নিজের কর্মী সমর্থকদের নিয়ে রাজপথে ধারাবাহিকভাবে অবস্থান নিতে দেখা গেছে যুবনেতা আজমেরী ওসমানকে। তাছাড়া বিভিন্ন সময় জাতীয় দিবসগুলোতেও সক্রিয়ভাবে কর্মসূচী পালন করে থাকেন তিনি।
তারই ধারাবাকিতায় পিতার আদর্শকে অন্তরে লালন করে এবার দেশ ও দেশের জনগনের স্বার্থে বিএনপি জামাতের নৈরাজ্যের প্রতিবাদে কর্মী-সমর্থকদের নিয়ে রাজপথে একটানা সোচ্চার রয়েছেন যুবনেতা আজমেরী ওসমান।
ইতমধ্যেই নারায়ণগঞ্জবাসীর কাছে ফের প্রশংসনীয় হয়ে উঠেছেন তিনি। একজন বঙ্গবন্ধু সৈনিক তার পিতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নাসিম ওসমানের মত দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র কারীদের হুশিঁয়ারী দেয়ায় নতুন স্বপ্ন দেখছেন জেলাবাসী এমনটাই দাবী করেছেন তার কর্মী-সমর্থকরা।
সকাল থেকে দুপুর পর্যন্ত নারায়ণগঞ্জের শহর ও শহরতলীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে কলেজ রোডস্থ কার্যালয়ে এসে সকলের হাতে দুপুরে খাবারের পেকেট তুলে দেয়া হয়।
কর্মসূচীতে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা কাজি আমীর, আওয়ামী লীগ নেতা হামিদ প্রধান, শ্রমিক নেতা রহমত উল্লাহ, নাসির, সুমন, খায়রুদ্দিন মোল্লা, ইফতি, মনির হোসেন, হোসেন রেজা, সেন্টু রহমান সহ জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শ্রমিক সংগঠনের নেতাকর্মী।