আলীরটেকে অটোরিক্সা চালক সিয়ামের অর্ধগলিত লাশ উদ্ধারের ঘটনায়, গোপনে গোয়েন্দা দল ছায়া তদন্ত করে হত্যা মামলার আরও ২ আসামীকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। রবিবার (২২ মে) মুন্সীগঞ্জের টংগীবাড়ী আলদি বাজার থেকে জুম্মান (১৮) ও ঢাকার গেন্ডারিয়া থেকে মো. হাসান (১৯)কে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে নিহত সিয়ামের অটোরিক্সা উদ্ধার করা হয় বলে জানায় র্যাব।
উপ-পরিচালক (স্কোয়াড্রন লীডার) এ কে এম মুনিরুল আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গ্রেপ্তারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা উক্ত ঘটনার সাথে সরাসরি অংশগ্রহণের কথা স্বীকার করে। ধৃত আসামীদের দেওয়া তথ্য মতে তারা দুজন ও অন্যান্য আসামীরা পরষ্পর যোগসাজসে পূর্বপরিকল্পিত ভাবে সিয়ামকে খুন করে অটোরিক্সাটি নিজেদের দখলে নেয় এবং গ্রেপ্তার এড়াতে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে। আসামী জুম্মানের দেওয়া স্বীকারোক্তি ও দেখানো মোতাবেক মুন্সীগঞ্জের টংগীবাড়ী আলদি বাজার থেকে অটোরিক্সাটি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীদেরকে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।