এর আগে ব্রিটিশ স্পোর্টস অ্যানালিটিক্যাল কোম্পানি অপ্টা জানিয়েছিল এবার কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে ব্রাজিল। এবার একই ভবিষ্যদ্বাণী দিলো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গাণিতিক গবেষণা।
অক্সফোর্ডের গণিতজ্ঞ গবেষক জশুয়া বুলের একটি গাণিতিক গবেষণায় বলছে, ফাইনাল হবে ব্রাজিল-বেলজিয়ামের মধ্যে। আর তাতে ব্রাজিলের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ৬১.৩ শতাংশ। বাকি ৩৮.৭ শতাংশ জয়ের সম্ভাবনা বেলজিয়ামের।
২০১৮ সাল থেকে প্রতিটি আন্তর্জাতিক ম্যাচের ভিত্তিতে এই ফল বের করে আনে গবেষকরা। গবেষণার ফলে দেখা যায়, ব্রাজিল-আর্জেন্টিনা সেমিফাইনাল হবে। আর তাতে দুই দলেরই জয়ের সম্ভাবনা কাছাকাছি। ৫১.৬ শতাংশ ব্রাজিলের জয়ের সম্ভাবনা আর আর্জেন্টিনার ৪৮.৪ শতাংশ। আরেক সেমিফাইনালে মুখোমুখি হবে বেলজিয়াম-ফ্রান্স।
গবেষণায় আরও বলা হয়েছে ওয়েলস বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বাদ যাবে। ইংল্যান্ড বাদ যাবে কোয়ার্টার ফাইনালে। স্পেন, নেদারল্যান্ডস এবং পর্তুগালও বাদ যাবে কোয়ার্টার থেকে। আর জার্মানি বাদ যাবি শেষ ষোলোতে পর্তুগালের কাছে হেরে।
যে কোনো বিশ্বকাপের আগেই এমন ভবিষ্যদ্বাণী দিয়ে থাকে বিভিন্ন প্রতিষ্ঠান। শেষ পর্যন্ত মাঠের পারফরম্যান্সেই আসল। এখন দেখা যাক অক্সফোর্ডের ভবিষ্যদ্বাণী মেলে কি না। তাহলে পূর্ণতা পাবে ব্রাজিলের হেক্সা মিশন।