সোনারগাঁয়ে মায়ের সঙ্গে অভিমান করে সুকন্যা রানী দে (১৫) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে। শনিবার (৪ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৩টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা শুকান্ত কুমার জানান, সুকন্যা স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী। ঠিকমতো পড়াশোনা না করায় তার মা তাকে বকাঝকা করেন। এতে অভিমান করে নিজঘরে থাকা কীটনাশক পান করে। পরে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। বিকেল ৩টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ঢামেকের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।