বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ০৫:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অভিবাসী প্রবেশ ঠেকাতে যুক্তরাজ্যের ভিসায় কড়াকড়ি আরোপ লাল বলে ফিরবেন বিশ্বকাপ জয়ী ম্যাক্সওয়েল তৃতীয়বার বিয়ে করতে যাচ্ছেন শুভশ্রীর বোন দেবশ্রী রোহিঙ্গা ক্যাম্পে যুবককে গুলি করে হত্যা স্বতন্ত্র প্রার্থীদের চাপ দিতে চায় না আ.লীগ: কাদের রূপগঞ্জে বসতঘরে আগুন দিয়ে গৃহবধূকে হত্যার ঘটনায় গ্রেপ্তার আট বন্দরে মুছাপুর ইউনিয়নের সফল চেয়ারম্যান আলহাজ্ব মকসুদ হোসেনের নেত্রীত্বে ৩নং ওয়ার্ডে চলমান রয়েছে বিভিন্ন উন্নয়ন মূলক কাজ নারায়ণগঞ্জে ৩৮ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, বাতিল ৭ নারায়ণগঞ্জ-৪ আসনে শামীম ওসমানসহ ৯ প্রার্থীর মনোনয়ন বৈধ বন্দরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট

সোনারগাঁয়ে মাইক্রোবাস খাদে পড়ে দুই পুলিশ কর্মকর্তা নিহত

  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২, ৬.৪৯ এএম
  • ৩০৬ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পৌরসভার দত্তপাড়া এলাকায় মাইক্রোবাস খাদে পড়ে সোনারগাঁ থানার দুই উপ-পরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। সোমবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় পৌঁনে ৭টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।

এছাড়াও আরো এক সহকারী উপ-পরিদর্শক(এএসআই) আহত হয়েছে। আহত এএসআইকে ঢাকা মূমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতরা হলেন, ফরিদপুরের ভাঙ্গা থানার মুনসুরাবাদ গ্রামের কাজী নুরুল ইসলামের ছেলে কাজী সালেহ আহম্মেদ ও গোপালগঞ্জের চরভাটপাড়া গ্রামের ইউনুস আলীর ছেলে এসএম শরীফুল ইসলাম। তারা সোনসারগাঁ থানায় কর্তরত ছিলেন। তবে চালক অক্ষত রয়েছেন। তার নাম পরিচয় পাওয়া যায়নি।

সোনারগাঁ থানার পরিদর্শক(তদন্ত) এস এম শফিকুল ইসলাম জানান, নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে একটি প্রেস ব্রিফিং শেষে সোনারগাঁ থানায় কর্মরত উপ-পরিদর্শক(এসআই) কাজী সালেহ আহম্মেদ, এসএম শরিফুল ইসলাম ও সহকারী উপ-পরিদর্শক(এএসআই) রফিকুল ইসলাম মাইক্রোবাস যোগে থানায় ফিরছিলেন।

 

পথে সোনারগাঁয়ের দত্তপাড়া এলাকায় তাদের বহনকারী মাইক্রোবাসটি নিয়ন্ত্রন হারিয়ে পাশ্ববর্তী পুকুরের খাদে পড়ে যায়। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কাজী সালেহ আহম্মেদ ও এস এম শরিফুল ইসলামকে মৃত ঘোষনা করেন।

প্রত্যক্ষদর্শী টমটম চালক মোক্তার হোসেন জানায়, দত্তপাড়া বাদশা গ্যারেজের একটু সামনে একটি প্রাইভেটকার দ্রুত গতিতে এসে পুকুরে পড়ে যায়। গাড়িটি মহাসড়ক থেকে সোনারগাঁ থানার দিকে যাচ্ছিল। গাড়িটি পুকুরে মূহুর্তের মধ্যে পানিতে তলিয়ে যায়।

 

পরে স্থানীয়রা পুকুর থেকে পুলিশের তিন সদস্যকে উদ্ধার করে হাসপাতালে আমার টমটম দিয়েই নিয়ে আসি। হাসপাতালে আনার পর দুজনকে ডাক্তার মৃত ঘোষনা করেন।

প্রত্যক্ষদর্শী মুনসুর আলী বলেন, গাড়িটি গভীর পুকুরে পরার পর রশি বেঁধে গাড়িটি উল্টে ইট দিয়ে গ্লাস ভেঙ্গে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। পরে খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে ক্ষতিগ্রস্থ মাইক্রোবাসটি পানি থেকে উদ্ধার করেছেন।

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আল আমিন বলেন, শ্বাসরোধে নিহত হয়েছেন। গাড়িটি পানির নিচে তলিয়ে যাওয়ার কারনে দুই পুলিশ কর্মকর্তা শ্বাস বন্ধ হয়ে যাওয়ায় তাদের মৃত্যু হয়।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর দুজনকে মৃত ঘোষনা করেন। আহত এএসআইকে আমি নিজেই চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে এসেছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com